জন্ম নিবন্ধন এর ভুল সংশোধন করার নিয়ম জন্ম নিবন্ধন খুব গুরুত্বপূর্ন একটা জিনিস, জন্ম নিবন্ধন একজন মানুষের প্রাথমিক পরিচয় পত্র বলা যায় । জন্ম নিবন্ধন ঐ দেশের প্রতিটি মানুষের নাগরিক সনদপত্র, এর মাধ্যমে ঐ দেশের প্রতিটি নাগরিকের তথ্য সরকারি খাতায় আসে । জাতিসংঘের শিশু অধিকার আইন ৭- অনুচ্ছেদের ২৯ নং আইনের ভিত্তিতে্ প্রতিটি নাগরিকের জন্ম নিবন্ধন প্রদান করার নিয়ম চালু হয় ।
জন্ম নিবন্ধন সনদ খুবই গুরুত্বপূর্ন । জন্ম নিবন্ধন সনদ আমাদের জীবন চলার পথে গুরুত্বপূর্ন ভূমিকা রাখে । এই জন্ম সনদ বিভিন্ন প্রোয়জনে বিভিন্ন সময় আমাদের ব্যাবহার করতে হয় । শিক্ষা জীবন থেকে শুরু করে কর্ম জীবন এর প্রতিটি পর্যায়ে জন্ম নিবন্ধন সনদ প্রোয়জন ।
জন্ম নিবন্ধন এর ভুল সংশোধন।
জন্ম নিবন্ধন সনদ এর ভুল সংশোধন করার নিয়ম-২০২২ অনেক সময় আমাদের জন্ম নিবন্ধন সনদে আমাদের নাম / অনন্য তথ্য ভূল আসে , এই ভূল যদি ঠিক না করা হয় তাহলে পরবর্তীতে অনেক ধরনের সমস্যা হতে পারে । তো চলুন যেনে নেই কিভাবে জন্ম নিবন্ধন সনদ এর ভূল সংশোধন করবেন ।
প্রোয়জনীয় কাগজপত্র
জন্ম নিবন্ধন এর ভুল সংশোধন করার নিয়ম
- আবেদন কারীর জন্ম নিবন্ধন ( অনলাইন নিবন্ধিত)
- আবেদনকারীর পিতা-মাতার জন্ম নিবন্ধন ( অনলাইন নিবন্ধিত)
- শিক্ষাগত যোগ্যতা সনদ বা টিকা সনদ
- অন্যান্য কোন গুরুত্বপূর্ন সনদ তথ্য প্রমানের জন্য
জন্ম নিবন্ধন সনদ এর ভূল সংশোধন করা যায় ২ ভাবে
১- জন্ম নিবন্ধন অফিসে গিয়ে ।( পৌরসভা / ইউনিয়ন / সিটি কার্পোরেশন )
২- অনলাইনের মাধ্যমে ।
জন্ম নিবন্ধন অফিসে গিয়ে জন্ম নিবন্ধন সনদ এর ভূল সংশোধন করার নিয়ম ।
জন্ম নিবন্ধন অফিসে গিয়ে ( পৌরসভা / ইউনিয়ন / সিটি কার্পোরেশন ) তাদের থেকে ফর্ম সংগ্রহ করে সেই ফর্ম পূরন করার মাধ্যমে ।
অনলাইনের মাধ্যমে জন্ম নিবন্ধন সনদ এর ভূল সংশোধন করার নিয়ম ।
অফিসে গিয়ে ঝামেলা না করে আমরা ঘড়ে বসে খুভ সহজে অনলাইনের মাধ্যমে জন্ম নিবন্ধন সনদ এর ভূল সংশোধন করার জন্য আবেদন করতে পারি ।
অনলাইনের মাধ্যমে জন্ম নিবন্ধন সংশোধন এর জন্য আবেদন করার পূর্বে দেখে নিন আপনার জন্ম নিবন্ধন সনদটি অনলাইন করা আছে কিনা অথবা নিবন্ধন নাম্বার ১৭ ডিজিট আছে কিনা । অনলাইন করা না থাকলে অনলাইন করে নিতে হবে । নিচে জন্ম নিবন্ধন সনদ সংশোধন এর জন্য আবেদন করার প্রক্রিয়াটি ধাপ অনুসারে দেখানো হলো ।
১: জন্ম নিবন্ধন সনদ সংশোধন এর জন্য প্রথমে https://bdris.gov.bd/br/correction এই লিংকে ক্লিক করে এই ওয়েবসাইট ভিজিট করতে হবে ।
২: নিন্মে দেয়া চিত্রের মত একটা ওয়েবপেজ দেখতে পাবেন
লাল তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দেয়া বক্সে আপনার ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন নাম্বার এবং জন্ম তারিখ (জন্ম নিবন্ধন সনদ অনুযায়ী) । এরপর “অনুসন্ধান” বাটনে ক্লিক করুন । নিচে আপনার তথ্য চলে আসবে, সবকিছু ভালোভাবে পরিক্ষা করে “নির্বাচন করুন” বাটনে ক্লিক করুন, এরপরে কনফার্ম করুন ।
৩: এরপরে নিন্মে দেয়া চিত্রের মত একটা ওয়েবপেজ দেখতে পাবেন ।
লাল তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দেয়া বক্সে আপনার দেশ / বিভাগ / জেলা / সিটি কর্পোরেশন, ক্যান্টনমেন্ট বা উপজেলা / পৌরসভা বা ইউনিয়ন সিলেক্ট করুন জন্ম নিবন্ধন সনদ অনুযায়ী । এরপর “পরবর্তী” বাটনে ক্লিক করুন ।
৪: এরপরে নিন্মে দেয়া চিত্রের মত একটা ওয়েবপেজ দেখতে পাবেন ।
এবার আপনি যে তথ্য সংশোধন করতে চান তা সিলেক্ট করুন এবং সঠিক তথ্যটি লিখুন । চিত্রে তীর চিহ্ন দিয়ে দেখান হলো্ ।
বিঃ দ্রঃ সর্বোচ্চ ৪ বার জন্ম নিবন্ধন সংশোধন এর জন্য আবেদন করা যাবে –
৫: আপনার জন্ম নিবন্ধন সনদে যদি একের অধিক ভুল থাকে তাহলে চিত্রে দেয়া মার্ক করা যায়গায়
(একই রকম পেজ আপনার ঐখানে ও দেখতে পারবেন)
ক্লিক করে আরো একটি ভুল সংশোধন এর ফর্ম নিন । “চাহিত সংশোধিত তথ্য” এই অপশনে সঠিক তথ্যটি উল্লেখ করুন ।
৬: এবং একটু নিচে গেলেই এভাবে দেখতে পাবেন ।
ঐ খানে আপনার স্থায়ী ঠিকানা- বর্তমান ঠিকানা- জন্মস্থানের ঠিকানা ইত্যাদি – চিত্রে দেখুন কি কি পূরণ করতে হবে । (জন্ম নিবন্ধন সনদ অনুযায়ী)
৭: সংশোধন ফর্ম পূরণ শেষে যে আবেদন করেছে তার তথ্য দিতে হবে । এবং নিজে আবেদন করলে “নিজ” সিলেক্ট করতে হবে ।
সবকিছু ঠিক থাকলে “সংযোজন” বাটনে ক্লিক করে প্রোয়জনীয় কাগজপত্রর স্কান কপি আপলোড করুন । মোবাইলে তোলা ছবি ও দিতে পারেন তবে অবশ্যই ছবিগুলো ক্লিয়ার এবং সোজাসুজি হতে হবে । তারপর পেমেন্ট অপশনে গিয়ে ফি আদায় সিলেক্ট করতে হবে
সবকিছু ঠিক থাকলে “সাবমিট” বাটনে ক্লিক করে আপনার সংশোধন আবেদন ফর্মটি জমা দিন ।
(ফর্মটি জমা দেয়ার আগে অবশ্যই একবার ভালোকরে তথ্যগুলো চেক করে নিবেন)
বিঃ দ্রঃ * জন্ম নিবন্ধন তারিখ সংশোধন ফি : ১০০ টাকা
* পিতা-মাতার নাম, ঠিকানা এবং অন্যান্য তথ্য সংশোধন ফি : ৫০ টাকা
৮: ফর্ম জমা দেয়ার পর একটি এপ্লিকেশন আইডি বা রেফারেন্স নাম্বার পাবেন সেটি আবেদন পত্রের প্রিন্ট কপিতে লিখে সংগ্রহ করুন ।
জন্ম নিবন্ধন সনদ সংশোধন আবেদন পত্রটি প্রিন্ট করে নিবন্ধকের – পৌরসভা / ইউনিয়ন / সিটি কার্পোরেশন অফিসে জমা দিন ।
জন্ম নিবন্ধন সনদ সংশোধন করতে 7-10 দিন সময় লাগতে পারে ।
( ধন্যবাদ )
হাই আমি নাঈম নাফি, শখের বসে লেখালেখি শুরু। নিত্য নতুন প্রযুক্তিগত সমাধান জানার চেষ্টা করি এবং আপনাদের সাথে শেয়ার করি।বর্তমানে কাজ করছি ইউটিউব, ফ্রিল্যান্সিং আর বিগেইনার ব্লগার হিসেবে।