আমাদের দেশের ব্যাংকগুলোতে সাধারণত দুই ধরণের একাউন্ট খোলা হয়ে থাকে তার মধ্যে একটা হল সেভিংস একাউন্ট এবং অন্যটি হলো কারেন্ট একাউন্ট । আমাদের মধ্যে অনেকেই আছি যারা সেভিংস অ্যাকাউন্ট সম্বন্ধে জানিনা । সেভিংস একাউন্টে কি কি ধরনের সুযোগ-সুবিধা আছে এবং একটা সেভিংস একাউন্ট খুলতে আমাদের কি কি ডকুমেন্টস এর প্রয়োজন আজকে এ সম্পর্কে বিস্তারিত জানব আমরা।
সেভিংস একাউন্ট কি
সাধারণত আমরা যেটাকে জেনারেল একাউন্ট হিসেবে চিনি সেটাই হলো সেভিংস একাউন্ট । আমরা সঞ্চয় এর উদ্দেশ্যে ব্যাংকে যে একাউন্ট খুলি তাকে সেভিংস একাউন্ট বলে । সেভিংস একাউন্টের মাধ্যমে আমরা টাকা জমা রাখা এবং টাকা লেনদেন করতে পারব । এমনকি সেভিংস অ্যাকাউন্টের মাধ্যমে আমরা যদি ব্যাংকে টাকা রাখি তাহলে ব্যাংক আমাদের শতকরা হারে ৪% -৬% ইন্টারেস্ট দিয়ে থাকে । সেভিংস একাউন্ট এর মধ্যে আমরা যতবার খুশি টাকা জমা দিতে পারব কিন্তু টাকা উত্তোলনের সময় কিছু বাধ্যবাধকতার নিয়ম আছে যেগুলো মেনে আমাদের টাকা উত্তোলন করতে হবে ।
সেভিংস একাউন্ট হল সর্ব সাধারণের জন্য । আপনার আমানত টাকা জমা রাখার জন্য আপনি এই দেশের নাগরিক হিসেবে দেশের যে কোন ব্যাংকে একটা সেভিংস একাউন্ট খুলতে পারবেন । সেভিংসএকাউন্ট খুলতে পারবেন খুব সহজে কোন এক্সট্রা ডকুমেন্ট ছাড়াই । এখানে এক্সট্রা ডকুমেন্ট বলতে বুঝিয়েছেন দেশের যে কোন ব্যাংকে একটা সেভিংস একাউন্ট খোলার জন্য তেমন কোন ডকুমেন্ট এর প্রয়োজন পড়বে না । কিছু প্রাইমারি ডকুমেন্ট আছে যেগুলো অবশ্যই আপনার জমা দিতে হবে । আপনার সেভিংস একাউন্ট টি আপনার নিজস্ব নামে তৈরি হবে । আপনার ন্যাশনাল আইডি কার্ড বা আপনার জন্ম নিবন্ধন সনদ কার্ডে যেই নাম আছে ওই নামে আপনার সেভিংস একাউন্ট তৈরী হবে । সেভিংস একাউন্ট তৈরি করার জন্য কিছু প্রাইমারি কাগজপত্র প্রয়োজন ।
সেভিংস একাউন্ট খুলতে কি কি কাগজপত্র দরকার
সেভিংস একাউন্ট তৈরি করার জন্য আমাদের কিছু কাগজপত্র প্রয়োজন । সেগুলো হলো
- যার নামে অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন সদ্য তোলা তার দুই কপি ছবি ।
- তার নেশনাল আইডি কার্ড এর ফটোকপি ।
- আইডি কার্ড যদি না থাকে তাহলে তার জন্ম নিবন্ধন সনদের ফটোকপি ।
- এবং যে নমিনি থাকবে তার দু কপি সদ্য তোলা ছবি ।
- 500 টাকা অথবা 1000 টাকা প্রয়োজন হবে আপনার অ্যাকাউন্টটি ওপেন করার জন্য ।
ব্যাংক ভেদে এর থেকে যদি বেশি কোন ডকুমেন্ট এর প্রয়োজন হয় তাহলে ওইখানে কর্মরত ব্যাংক কর্মকর্তারা সেটা আপনাকে জানিয়ে দেবে ।
সেভিংস একাউন্ট এর সুযোগ সুবিধা
সেভিংস একাউন্টের মাধ্যমে আমরা অনেক ধরনের সুযোগ-সুবিধা পেয়ে থাকি । সেভিংস একাউন্ট খুললে আমরা কিছু সুযোগ-সুবিধা পাবো তা হল ।
- আমাদের আমানতের সম্পূর্ণ সুরক্ষা পাব ।
- অ্যাক্সেস এবং প্রাপ্যতা ।
- কম স্টার্টআপ প্রয়োজন ।
- স্বয়ংক্রিয় বিল পরিশোধ ।
- লক-ইন পিরিয়ড নেই ।
- নির্দিষ্ট হারে ইন্টারেস্ট ।
ইত্যাদি ইত্যাদি । আমরা সেভিংস একাউন্ট এর মাধ্যমে আরো অনেক ধরনের সুযোগ-সুবিধা পাব ।
সেভিংস একাউন্ট এর অসুবিধা
সেভিংস অ্যাকাউন্ট এর শুধু সুবিধাই না কিছু অসুবিধাও আছে । কিন্তু অসুবিধা গুলো তেমন বড় কোনো অসুবিধা নয় । অসুবিধার থেকে সুবিধার ওজন অনেক বেশি । অসুবিধা গুলো হল
- ন্যূনতম ব্যালেন্স এর প্রয়োজনীয়তা ।
- অন্যান্য একাউন্ট এর তুলনায় কম ইন্টারেস্টের হার ।
- সঞ্চয় উত্তোলনের ফেডারেল সীমা ।
আপনি সবগুলো ব্যাংকিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান’ থেকে সেভিংস একাউন্ট তৈরি করে নিতে পারবেন।
আরো পড়তে পারেন: ইসলামী ব্যাংক স্টুডেন্ট একাউন্ট খোলার নিয়ম
হাই আমি নাঈম নাফি, শখের বসে লেখালেখি শুরু। নিত্য নতুন প্রযুক্তিগত সমাধান জানার চেষ্টা করি এবং আপনাদের সাথে শেয়ার করি।বর্তমানে কাজ করছি ইউটিউব, ফ্রিল্যান্সিং আর বিগেইনার ব্লগার হিসেবে।