নতুন মিটারের জন্য অনলাইনে আবেদন করার নিয়ম

বর্তমানে বাংলাদেশের ৯৮% জনগণের ঘরে বিদ্যুৎ ব্যবস্থা আছে। বর্তমান বিশ্বকে বিদ্যুৎ ছাড়া এক প্রকারের অচল বলা যায়। ঘরে বিদ্যুৎ নেওয়ার জন্য প্রথমে নতুন মিটারের জন্য অনলাইনে আবেদন করতে হবে। এই লেখাটিতে নতুন মিটারের জন্য কিভাবে অনলাইনে আবেদন করবে এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

বর্তমানে পল্লী বিদ্যুৎ মিটার পাওয়ার জন্য অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন প্রক্রিয়া অনেক সহজ শুধুমাত্র প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো পূর্বে সংগ্রহ করে রাখতে হবে। এবং পল্লী বিদ্যুতের নতুন মিটারের জন্য অনলাইনে আবেদন করতে কিছু শর্তগুলি মানতে হবে।

নতুন পল্লী বিদ্যুৎ মিটার পাওয়ার প্রক্রিয়া 

নতুন পল্লী বিদ্যুৎ মিটারের পাওয়ার জন্য আমাদের অনলাইনে আবেদন করতে হবে এবং অনলাইন মোবাইল ব্যাংকিং (রকেট) এর মাধ্যমে সংযোগ ফি পরিশোধ করতে হবে। তবে পল্লী বিদ্যুৎ মিটারের জন্য অনলাইনে আবেদন করতে কিছু ডকুমেন্টস প্রয়োজন হবে।

আবেদনের পূর্বে ডকুমেন্টগুলো সংগ্রহ করতে হবে এবং পরবর্তীতে এই পোষ্টে দেওয়া লিংকে ক্লিক করে সরাসরি বাংলাদেশ বিদ্যুৎ এর অফিশিয়াল ওয়েবসাইট থেকে নতুন পল্লী বিদ্যুৎ সংযোগ নেয়ার জন্য অনলাইনে আবেদন করতে পারবে। চলুন জেনে নেয়া যাক নতুন পল্লী বিদ্যুৎ মিটার পাওয়ার জন্য যে শর্তগুলো মানতে হবে। 

নূতন মিটার পাওয়ার জন্য আবেদন করার শর্তাবলী 

পল্লী বিদ্যুতের নতুন মিটার পাওয়ার জন্য অনলাইনে আবেদন করতে আমাদের কিছু শর্তাবলী সম্পর্কে জানতে হবেঃ

  • সংযোগস্থল হতে সার্ভিস ড্রপ এর দূরত্ব ১৩০ ফুটের মধ্যে হতে হবে।
  • অনলাইনে আবেদন করার সময় জাতীয় পরিচয় পত্র এবং ছবি ও সংযোগস্থলের খারিজের স্ক্যান কপি আপলোড করতে হবে।
  • আপনার বাসায় বা প্রতিষ্ঠানের মোট লোড ৮০ কিলোওয়াট (kw) এর বেশি হলে এটিকে HT সঙ্গীত হিসেবে ধরা হবে। তাহলে HT সংযোগের জন্য আবেদন করতে হবে। 
  • সঠিকভাবে সার্ভিস ড্রপের জায়গা মেপে সঠিক দূরত্ব প্রদান করুন, এক্ষেত্রে ভুল হলে পরবর্তীতে বিড়ম্বনার শিকার হতে পারেন।
  • অনলাইনে আবেদন ও যাচাই করার পরে প্রয়োজনীয় (আবেদন ফি, মেম্বারশিপ ফি ও নিরাপত্তা জামানত) জমাদানের তারিখ ও সকল নির্দেশনা এসএমএসের মাধ্যমে জানানো হবে। 
  • অনলাইনে আবেদন করার সময় অবশ্যই সর্তকতা অবলম্বন করে নতুন মিটারের জন্য অনলাইনে আবেদন করতে হবে।

অনলাইনে নতুন মিটার সংযোগের জন্য আবেদন করার আগে অবশ্যই আপনাকে এই ডকুমেন্টগুলো সংগ্রহ করে নিতে হবে। ডকুমেন্টসগুলো হলোঃ

  • আবেদনকারীর নাম এবং আবেদনকারীর মোবাইল নাম্বার।
  • আবেদনকারীর জাতীয় পরিচয় পত্র নাম্বার এবং আবেদনকারীর স্থায়ী ঠিকানা।
  • সংযোগস্থলের জমির মালিকানা তথ্য এবং দাগ নং ও  খতিয়ান নাম্বার।
  • সংযোগস্থলে ঠিকানা।
  • যে বিদ্যুৎ ট্রান্সফরমার হতে নিতে চান ওই ট্রান্সফর্মার আওতাধীন আপনার নিকটস্থ গ্রাহকের  বই নাম্বার এবং হিসাব নাম্বার।
  • নিকটস্থ বিদ্যুৎ সার্ভিস পুল হতে আপনার সংযোগস্থলের সঠিক মাপ (ফিট হিসেবে)
  • সংযোগস্থলে ব্যবহৃত লোডের  সংখ্যা (ফ্রিজ, টেলিভিশন, বৈদ্যুতিক বাল্ব, বৈদ্যুতিক পাখা ইত্যাদি)
  • ছবি এবং জাতীয় পরিচয় পত্র ফটোকপি।
  • নিজের জমির মালিক না হলে সে ক্ষেত্রে উত্তরাধিকারীর সনদপত্র স্ক্যান করে ফরম পূরণের সময় আপলোড করতে হবে। 
  • সংযোগস্থলে হাউজ ওয়ারিং নিশ্চিত করার জন্য গ্র্যান্ড মেমোর ছবি স্ক্যান কপি।

অনলাইনে নিউটন মিটার এর সংযোগ পাওয়ার জন্য আবেদন করার পূর্বে এই সকল ডকুমেন্ট গুলো সংগ্রহ করে নিবেন।

নতুন মিটারের জন্য অনলাইনে আবেদন

নতুন মিটারের জন্য অনলাইনে আবেদন করতে প্রথমে “BREB আবেদনপত্র” এখানে ক্লিক করে যথাযথ তথ্যগুলো প্রদান করে নতুন মিটারের জন্য অনলাইনে আবেদন করার ফরমটি সঠিকভাবে পূরণ করুন এবং প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো আপলোড করুন। 

নতুন মিটারের জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়ার ধাপ অনুসারে নিচে বিস্তারিত বর্ণনা করা হলো।

ধাপ – ১: অনলাইনে আবেদন ফরম পূরণ 

আবেদন ফরম পূরণ করার জন্য  “BREB আবেদনপত্র ফরম” এখানে ক্লিক করে ফ্রম এ প্রবেশ করুন। এরপরে ফর্মে চাহিত তথ্যগুলো যথাযথভাবে পূরণ করুন। তবে ফরম পূরণের সময় অবশ্যই খেয়াল রাখতে হবে লাল কালারের (*) চিহ্নিত অপশন গুলো অবশ্যই পুরন করতে হবে। যথাক্রমেঃ

  • বিদ্যুৎ অফিসের বিবরণ।
  • সংযোগ।
  •  আবেদনকারীর বিবরণ
  • স্থায়ী ঠিকানা।
  • প্রস্তাবিত বিদ্যুৎ সংযোগ স্থানের বিবরণ।
  • জিওগ্রাফিক তথ্য।
  • কানেকশন এর বিবরণ।
  • লোড।
  • চাহিদাকৃত লোড।
  • বাড়ির/প্রতিষ্ঠানের লোকেশন এবং মন্তব্য(বাংলায়)
  • ছবি, জাতীয় পরিচয় পত্র এবং খারিজ আপলোড করুন।
  • শর্তাবলী গুলো পড়ে একমত হলে টিক চিহ্ন দিয়ে দিবেন।
  • নিচে থাকা ক্যাপচাটি সঠিকভাবে পূরণ করে “সংরক্ষণ করুন” বাটনে ক্লিক করে দিন। 

এরপরে আপনাকে একটি ট্রাকিং নাম্বার এবং পিন নাম্বার দেওয়া হবে এগুলোর সঠিক ভাবে যথাযথ স্থানে সংগ্রহ করে রাখবেন। অবশ্যই মনে রাখতে হবে পরবর্তীতে এই ট্রাকিং নাম্বার এবং পিন নাম্বার প্রয়োজন।

ধাপ – ২: হাউজ ওয়্যারিং নিশ্চিত করুন

হাউজ ওয়্যারিং নিশ্চিত করার জন্য প্রথমে BREB এখানে ক্লিক করে ওয়েবসাইটে প্রবেশ করুন এবং “আবেদন” মেনু থেকে “হাউজ ওয়্যারিং নিশ্চিত করুন” অপশনে প্রবেশ করলে আবেদনের সময় পাওয়া ট্রাকিং নাম্বার এবং পিন নাম্বার দিয়ে “সাবমিট” করুন।

নতুন মিটারের জন্য অনলাইনে আবেদন

এরপরে গ্রান্ড রডের ক্যাশ মেমোটি আপলোড করুন। যথাক্রমে বাড়ির ঠিকানা বসিয়ে দিয়ে ক্যাপচাটি যথাযথভাবে পূরণ করে “ সমর্পন করুন” বাটনে ক্লিক করুন। আপনার হাউজ ওয়ারিং নিশ্চিত করার জন্য তথ্য সাবমিট করা হয়েছে কিছুক্ষণের মধ্যে কনফার্মেশন মেসেজ পেয়ে যাবেন। 

অনলাইনে আবেদন করার পরে অবশ্যই আপনাকে হাউজ ওয়্যারিং এর জন্য আবেদন করতে হবে। এছাড়াও অনলাইন আবেদনের সময় পাওয়া ট্রাকিং নাম্বার এবং পিন নাম্বার সংগ্রহ করে রাখতে হবে।

ধাপ – ৩: সংযোগ ফি পরিশোধ 

সাধারণত সংযোগ ফি আমরা দুটি উপায়ে পরিশোধ করতে পারব। 

  • বিদ্যুৎ অফিসে গিয়ে নগদ পরিশোধ করে।
  • অনলাইন ব্যাংকিং রকেটের মাধ্যমে পরিশোধ করে।

কিভাবে নতুন মিটারের জন্য অনলাইনে আবেদন করে সংযোগ ফি পরিশোধ করবেন। অনলাইন ব্যাংকিং রকেট এর মাধ্যমে সংযুক্তি পরিষদের সম্পূর্ণ পদ্ধতি BREB লেখাটির উপরে ক্লিক করে অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখে নিন।

তবে আপনারা যদি পল্লী বিদ্যুৎ অফিসের কাছাকাছি বসবাস করেন সেক্ষেত্রে আমার পরামর্শ থাকবে বিদ্যুৎ অফিসে গিয়ে সংযোগ ফি পরিশোধ করার। কারণ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সংযোগ ফি পরিশোধ করতে অনেক ঝামেলা আপনারা সহজেই বিদ্যুৎ অফিসে গিয়ে সংযোগ ফি পরিশোধ করে আসতে পারবে।

ভিডিও দেখে আবেদন করুন 

উপরে আমরা নতুন মিটারের জন্য অনলাইনে আবেদন করার পদ্ধতি সম্পর্কে আলোচনা করেছি। এখান থেকে যদি আপনাদের আবেদন-প্রক্রিয়া বুঝতে সমস্যা হয় সে ক্ষেত্রে ইউটিউব থেকে সরাসরি এই ভিডিওটি দেখে নূতন মিটার পাবার জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। 

ভিডিও দেখে নতুন মিটারের জন্য আবেদন করলে সম্পূর্ণ পদ্ধতি বুঝতে সহজ হবে। এছাড়াও ভিডিওতে লাইভ আকারে সবকিছু দেখানো হয়েছে। আপনারা যদি উপরের লেখা দিয়ে আবেদন প্রক্রিয়া বুঝতে সমস্যা হয় সে ক্ষেত্রে ভিডিওটি দেখতে পারেন। 

আরো পড়তে পারেন: শাওমি সবচেয়ে কম দামি ফোন

Sharing Is Caring:

এই ওয়েবসাইটি মূলত প্রযুক্তির খবর, ব্যাংক ও বিমা, পড়াশোনা, টিপস এন্ড ট্রিকস, ভিসার খবর, স্বাস্থ্য টিপস ও অনলাইন ইনকাম সম্পর্কিত তথ্যের বিরাট একটি প্ল্যাটফর্ম।

Leave a Comment