গ্রাফিক্স ডিজাইন শেখার ওয়েবসাইট

বর্তমানে গ্রাফিক্স ডিজাইন হল একটি অন্যতম জনপ্রিয় পেশা। এখন অনলাইনে ডিজাইনারের চাহিদা দিন দিন বেড়েই চলছে। চাকরি থেকে শুরু করে অনলাইনে ভাল মানের ডিজাইনাদের চাহিদা এখন অনেক।

গ্রাফিক্স ডিজাইন

কারো ক্ষেত্রে এটি হয়তো প্রতিষ্ঠানে গিয়ে সময় নষ্ট করে শিখার সময় খুব কম থাকতে পারে। আর তাই বেশীরভাগ মানুষেই চায় ঘরে বসে অনলাইনে শেখতে চায়। তাই আমি গ্রাফিক্স ডিজাইনারদের জন্য কিছু সোর্স তুলে ধরলাম যে, ঘরে বসে কোথায় থেকে গ্রাফিক্স ডিজাইন শিখবেন।

তাহলে চলুন জেনে আসি গ্রাফিক্স ডিজাইন শেখার ওয়েবসাইট ২০২৪ এর নতুন আপডেট অনুযায়ী দেখে নেই।

গ্রাফিক্স ডিজাইন সাইটের তালিকা?

আমরা নিম্নে সকল সাইটের তালিক এবং লিংক সুন্দর করে উল্লেখ করছি। আপনারা আগে ওয়েবসাইট গুলো সম্পর্কে ভাল করে জানেন। এরপর যেই ওয়েবসাইট আপনার কাছে ভাল লাগবে।

আপনি সেই ওয়েবসাইটে যাবেন এবং অল্প সময়ে মধ্যে গ্রাফিক্স ডিজাইন শিখতে পারবেন। নিম্নে সব সাইটের লিংক দেওয়া হলঃ

  • http://blogdesignheroes.com/
  • http://graphicdesignertips.com/
  • http://www.photoshoproadmap.com/
  • http://www.photoshopstar.com/
  • http://psdtuts.com/
  • http://kailoon.com/
  • http://www.fuelbrandnetwork.com/
  • http://www.pstut.info/
  • http://www.computerarts.co.uk/tutorials
  • http://foliofocus.com/
  • http://www.thebestdesigns.com/

ইতিমধ্যে আপনি দেখে নিয়েছেন এই মুহুর্তে বাচাইকৃত সেরা তালিকায় দশ টির ও অধিক গ্রাফিক্স ডিজাইন শেখার ওয়েবসাইট ২০২৪ আপডেটে। বর্তমান বিশ্বে প্রতিনিয়ত যেসব পেশার মানুষের চাহিদা বৃদ্ধি পাচ্ছে।

এর মধ্যে একজন গ্রাফিক্স ডিজাইনার হিসেবে নিজেকে তৈরী করা আমার সবচেয়ে বেশি পছন্দনীয়। কারণ অন্যান্য কাজের জন্য যে ধরণের দক্ষতার প্রয়োজন হয় তা অর্জন করতে বহু সময়ের লেগে থাকে।

কিন্তু গ্রাফিক্স ডিজাইন এমন একটি কাজ যাতে তুলনামূলক সহজভাবে এবং খুবই কম সময়ের মধ্যেই দক্ষতা অর্জন করা সম্ভব।

গ্রাফিক্স ডিজাইনার টিপস?

ধারাবাহিক ভাবে টিউটোরিয়াল, রিসোর্স ও অনলাইন প্রশিক্ষণের জন্য এই সাইটি প্রচুর জনপ্রিয়তা পেয়েছে। বলাই যায় এটি গ্রাফিক্স ডিজাইন শেখার জন্য একটি অন্যতম সেরা ওয়েবসাইট।

কম্পিউটার আর্টস

পনেরো ডলারের এই ম্যাগাজিনটির কিছু অংশ সাইটটি থেকে বিনামূল্যে ডাউনলোড করা যায়।

ফুয়েল ব্রান্ড নেটওয়ার্ক

ফুয়েলব্রান্ড নেটওয়ার্কে ওয়েব ডিজাইনিং সম্পর্কিত বিভিন্ন আপডেট, টুলস, বিভিন্ন খবরাখবর দেওয়া হয়ে থাকে এই সাইটে।

ফটোশপ স্টার

এই সাইটি মূলত অনেক আগের। ১৭ বছর ধরে সফল ভাবে কাজ করে আসছে এই সাইটি। ডিজাইনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ অনেক কিছু রয়েছে এই ওয়েবসাইটে।

দ্য বেস্ট ডিজাইনস

বেস্ট ডিজাইনস এবং ওয়েব ডিজাইনিং এর ওপর আরও একটি তথ্য সমৃদ্ধ ওয়েবসাইট। বাচাইকৃত তালিকায় আরও একটি জনপ্রিয় গ্রাফিক্স ডিজাইন শেখার ওয়েবসাইট হচ্ছে এটি।

লুন ডিজাইন

যারা ফটোশপে কাজ করেন তাদের জন্য এই সাইটটি অনেক ভাল এবং এখানে খুব সহজে কাজ শিখা যায়।

দ্য ফটোশপ রোড ম্যাপ

গ্রাফিক্স ডিজাইনের জন্য সেরা টিউটোরিয়াল গুলো পেতে এই সাইটি অনন্য।

ফোলিও ফোকাস

এটি ফোলিও ফোকাস পোর্টফোলিও ডিজাইনারদের জন্য একটি অনুপ্রেরণা মূলক ওয়েবসাইট। অসাধারণ পোর্টফোলিও সাইটগুলোর গ্যালারি হচ্ছে এই ওয়েবসাইটটি।

পিএসডি টুটস

পিএসডি টাট+ ফটোশপ ভিত্তিক সবচেয়ে জনপ্রিয় ও বৃহৎ ওয়েবসাইট এটি। সম্পূর্ণ ওয়েবসাইটটি ফটোশপ কেন্দ্রিক তৈরী করা হয়েছে।

ফটোশপ টিউটর

এটিও টিউটোরিয়াল ও রিসোর্সের জন্য আরও একটি জনপ্রিয় ওয়েবসাইট। এটি বলতে গেলে এখন ফেমাস হয়ে গেছে।

ব্লগ ডিজাইন হিরোস

ব্লগ ডিজাইন হিরোস এবং ফোলিও ফকাস এরা একই নেটওয়ার্কের আওতাভুক্ত। দুইটা সাইটই একই রকম ও অনুপ্রেরণা মূলক কাজ করে থাকে।

আপনার জন্য সাজেশন?

এখানে সাইটগুলো ফলো করতে পারেন তবে তার পূর্বে ইউটিউব হতে পারে আপনার জন্য প্রাথমিক টিউটর। এখানে গ্রাফিক ডিজাইন সম্পর্কিত অজস্র ভিডিও টিউটোরিয়াল ভরপুর হয়ে রয়েছে। আপনাকে শুধুমাত্র কষ্ট করে একটু খুজে নিতে হবে।

যেমন আপনি যদি অনুসন্ধান করেন যে, গ্রাফিক্স ডিজাইন বাংলা টিউটোরিয়াল, এই কিওয়ার্ড দিয়ে সার্চ দিলে দেখবেন জনপ্রিয় সব ভিডিও গুলো আপনার সামনে হাজির হয়ছে।

এছাড়া গ্রাফিক্স ডিজাইনকে সহজ থেকে সহজতর করে তোলার জন্য বিশ্বের সেরা গ্রাফিক্স সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান অ্যাডোবির তো রয়েছে। সেরা কিছু সফটওয়্যার যা গ্রাফিক্স ডিজাইনকে আরও এক ধাপ সামনে নিয়ে যায়।

আমরা যেসব ওয়েবসাইটের কথা বলেছি তার বাইরেও ইন্টারনেটে আরও অনেক গ্রাফিক্স ডিজাইন শেখার ওয়েবসাইট রয়েছে।

ধন্যবাদ আমাদের আর্টিকেলে সময় দেওয়ার জন্য। আমি আশাকরি বর্তমানে আপনি গ্রাফিক্স ডিজাইন শেখার সেরা ওয়েবসাইট গুলো সম্পর্কে ধারণা রাখেন। এরকম সুন্দর এবং প্রয়োজনীয় তথ্য পেতে আমাদের ওয়েবসাইটটি নিয়মিত ভিজিট করুন।

Sharing Is Caring:

এই ওয়েবসাইটি মূলত প্রযুক্তির খবর, ব্যাংক ও বিমা, পড়াশোনা, টিপস এন্ড ট্রিকস, ভিসার খবর, স্বাস্থ্য টিপস ও অনলাইন ইনকাম সম্পর্কিত তথ্যের বিরাট একটি প্ল্যাটফর্ম।

Leave a Comment