আইপি টিভির তালিকা

আইপি টিভি এর পূর্ণাঙ্গ অর্থ হচ্ছে ইন্টারনেট প্রোটোকল টেলিভিশন Internet protocol Television বা (IPTV)। আর এ প্রক্রিয়ায় টেলিভিশন সার্ভিস দেওয়ার জন্য ইন্টারনেট প্রোটোকল স্যুট ব্যবহার করা হয়ে থাকে।

ট্র্যাডিশনাল টেরিস্ট্রিয়াল, স্যাটেলাইট ও ক্যাবল ফরমেটের পরিবর্তে টেলিভিশন ব্রডকাস্টিং এর জন্য প্যাকেট সুইচ নেটওয়ার্ক যেমনঃ ল্যান কিংবা ইন্টারনেট ব্যবহার করা হয়। স্ট্রিমিং মিডিয়ার মাধ্যমে মিডিয়া প্লেয়ারে আইপি টিভি প্রোগ্রাম প্রদর্শিত হয়।

IP TV কি?

আইপি টিভি মূলত টিভি চ্যানেলগুলাকে একটা লিংক দ্বারা দিন রাত ২৪ ঘন্টা সম্প্রচার করে থাকে। তাছাড়া যথাযথ লিংক থাকলে আর কোন restrictions না থাকলে যেকেউ IP TV উপভোগ করতে পারে।

আইপি টিভি কিভাবে কাজ করে?

তথ্য ও যোগাযোগ সুবিধার পাশাপাশি ইন্টারনেট এখন বিনোদনের অন্যতম প্রধান মাধ্যমে৷ আর এই ইন্টারনেট বিনোদনে আরো একটি নতুন মাত্রা যুক্ত করেছে আইপি অডিও ভিডিও প্রযুক্তি৷ এই প্রযুক্তি কাজে লাগিয়ে এখন তৈরি হচ্ছে আইপি টিভি ও আইপি রেডিওসহ বিনোদনের প্রায় সবকিছুই৷

ইন্টারনেট প্রোটোকলের মাধ্যমে বিশ্বব্যাপি সম্প্রচারিত বিভিন্ন টিভি চ্যানেলগুলোই হল আইপিটিভি বা ওয়েব টিভি৷ এক্ষেত্রে সম্প্রচারের জন্য ব্যবহার করা হয় ইন্টারনেট সংযোগ৷ কোন রকম ভিডিও ট্রন্সমিটার কিংবা নিজস্ব স্যাটেলাইট সিস্টেম স্থাপন ছাড়াই কোন আইএসপির কাছ থেকে ইন্টারনেট সংযোগ নিয়েই এ ধরনের টিভি স্টেশন পরিচালনা করা হয়৷

আর এ ধরনের টিভি দেখার জন্য টিভি কর্তৃপক্ষ দর্শকদের একটি নির্দিষ্ট ওয়েব ঠিকানা দিয়ে দেয়৷ ওয়েবসাইটের মাধ্যমে কিংবা ইন্টারনেট আছে এমন যেকোনো কম্পিউটার থেকে সরাসরি আইপি টিভি চ্যানেলগুলো দেখা যায়৷

আইপি টিভির তালিকা?

  • মাটি এন্টারটেইনমেন্ট টিভি
  • ফ্লিক্সআরকে টিভি
  • রাজধানী টিভি
  • ভয়েস টিভি
  • জেএটিভিবিডি
  • নিউজ ২১ বাংলা টিভি
  • জাগরণী টিভি
  • মুভিবাংলা টিভি
  • জাগরণ টিভি
  • রূপসীবাংলা টিভি
  • হার্নেট টিভি
  • শোবাইপ্রাইম টিভি
  • দেশবন্ধু টিভি এবং
  • সিএইচডিনিউজ ২৪ টিভি।
Sharing Is Caring:

এই ওয়েবসাইটি মূলত প্রযুক্তির খবর, ব্যাংক ও বিমা, পড়াশোনা, টিপস এন্ড ট্রিকস, ভিসার খবর, স্বাস্থ্য টিপস ও অনলাইন ইনকাম সম্পর্কিত তথ্যের বিরাট একটি প্ল্যাটফর্ম।

Leave a Comment