কেমন আছেন সবাই? আজকে আমরা আলোচনা করবো মোবাইল দিয়ে ছবি এডিট করার সেরা কিছু সফটওয়্যার নিয়ে । বর্তমান সময়ে ছবি তুলতে পছন্দকরে না এমন লোক খুঁজে পাওয়া যাবে না বললেই চলে । একটা ছবি তুলার পরে যদি ছবিটা এডিট না করা হয় তাহলে ছবিটা দেখতে আকর্ষণীয় লাগে না মনে হয় যেন মসলা ছারা বিরয়ানি । আমরা আজকে আলোচনা করবো আমাদের হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে কিভাবে চমৎকার করে ছবি এডিট করতে পারি ।
এক সময় ছবি এডিট, সেটা শুধু কম্পিউটারেই সম্ভব ছিলো । প্রোযুক্তির উন্নায়নের সাথে সাথে এখন আমরা আমাদের হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে খুব সুন্দর ও আকর্ষণীয় ছবি এডিট করতে পারি । বর্তমানে ইন্টারনেটের যুগে আমরা সবাই সোশ্যাল মিডিয়া ব্যাবহার করি । সোশ্যাল মিডিয়ায় ভালো ও আকর্ষণীয় ছবির গুরুত্ব অনেক ।
আমরা যেহেতু মোবেইলে বেশি সময় ব্যায় করি, তাই আমাদের মোবাইল ফোন দিয়ে আকর্ষণীয় ছবি এডিট করার সফটওয়্যার পেলে বেশ ভালো হয় । আমাদের তোলা ছবিকে আকর্ষণীয় করতে আমাদের একটা ভালো Photo Editor Apps ইনস্টল করা প্রোয়জন ।
আজকে আমরা আলোচনা করবো মোবাইল দিয়ে ছবি এডিট করার সেরা কিছু সফটওয়্যার নিয়ে । যে সফটওয়্যার গুলো আমরা Play Store এ পেয়ে যাবো সম্পূর্ন ফ্রি তে । আপনাদের সুবিধার্থে সফটওয়্যার গুলোর লিংক নিচে দিয়ে দিবো ।
এই লেখাটি মনযোগ দিয়ে পড়লে আপনারা জানতে পারবেন মোবাইল দিয়ে ছবি এডিট করার সেরা কিছু সফটওয়্যার সম্পর্কে
PicsArt Photo & Video Editor :
PicsArt Photo & Video Editor এটি মোবাইলে ছবি এডিট করার একটি জনপ্রিয় সফটওয়্যার । এই সফটওয়্যারটিতে ছবি এডিটের পাশাপাশি ভিডিও এডিট করা সম্ভব । এটি ২০২২ সালের ১৪ এপ্রিল গুগল Play Store এ আপডেট করা হয় । এটি ডাউনলোড হয়েছে ৫০০ মিলিয়ন বারের বেশি –
এই সফটওয়্যারটিতে রয়েছে আধুনিক সকল ফিল্টার যেগুলো আপনার ছবিকে আকর্ষণীয় করে তুলবে । প্রায় ৩ হাজারের মত টুলস রয়েছে এই Apps এ, তারমধ্যে : Baground Removel , Touch Effect, Photo Colour, 200+ text font , Photo Collage, Photo Crop, Abjust, photo retouching, ইত্যাদি ।
PicsArt Photo & Video Editor কিভাবে Download করবেন ?
এই সফটওয়্যারটি Download করার জন্য Play Store এ গিয়ে সার্চ করুন PicsArt লিখে, প্রথমেই পেয়ে যাবেন । অথবা এখানে ক্লিক করে ডাউনলোড করতে পারেন ।
Adobe Lightroom
মোবাইল ফোন দিয়ে ছবি এডিটের একটি জনপ্রিয় সফটওয়্যার হলো Adobe Lightroom । এটি ২০২২ সালের ফেব্রুয়ারি মাসের ১৭ তারিখ আপডেট করা হয় । এটি ডাউনলোড হয়েছে ১০০ মিলিয়ন এর বেশি। আমরা সকলেই Adobe Photoshop সম্পর্কে জানি এটি হলো কম্পিউটারে ছবি এডিটের সবচেয়ে জনপ্রিয় একটি সফটওয়্যার। Adobe Lightroom ও হলো এডোবি কম্পানির ।
এই অ্যাপের গুরুত্বপূর্ন ফিচারস হলো অ্যাপের ভিতরে অ্যাডভান্স ক্যামেরা দেয়া আছে ছবি তোলার জন্য। এই সফটওয়্যারটিতে রয়েছে আধুনিক সকল ফিল্টার যেগুলো আপনার ছবিকে আকর্ষণীয় করে তুলবে । সফটওয়্যারটির মধ্যে রয়েছে আকর্ষণীয় ফিচারস। তারমধ্যে : Unique Phone camera , Advanced Color Grading , Smart photo organization , Touch Effect , Photo Crop , photo retouching ইত্যাদি ।
Adobe Lightroom কিভাবে Download করবেন ?
এই সফটওয়্যারটি Download করার জন্য Play Store এ গিয়ে সার্চ করুন Adobe Lightroom লিখে, প্রথমেই পেয়ে যাবেন ।অথবা এখানে ক্লিক করে ডাউনলোড করতে পারেন ।
Snapseed :
বর্তমান সময়ে মোবাইল দিয়ে ছবি এডিটের জনপ্রিয় সফট্ওয়্যার গুলোর মধ্যে Snapseed অন্যতম । আধুনিক ও উন্নত মানের ফিচারস এর জন্য সফটওয়্যারটি খু্বই জনপ্রিয় । এটি একটি Google কোম্পানির সফটওয়্যার, ২০১২ সালের ডিসেম্বর মাসের ৬ তারিখ Google এটা প্লে-স্টোরে রিলিজ করে । সফটওয়্যারটি রিলিজের পর প্লে-স্টোর থেকে ১০০ মিলিয়ন বারের বেশি ডাউনলোড হয় । ২০২০ সালের মার্চ মাসের ২৬ তারিখ এটি সর্বশেষ আপডেট করা হয় ।
আধুনিক ও উন্নত মানের ফিচারস এর জন্য সফটওয়্যারটি খু্বই বিখ্যাত । এই সফটওয়্যারটির আধুনিক সকল ফিল্টারগুলো আপনার ছবিকে আকর্ষণীয় করে তুলবে । প্রায় ২৯টি নুতন নুতন টুলস রয়েছে এই Apps এ, তারমধ্যে : RAW Develop, Tune image, Details, Crop, Rotate, Perspective, White Balance, Brush, Selective, Healing, Vignette, Text, Curves, Expand, Lens Blur, ইত্যাদি ।
Snapseed কিভাবে Download করবেন ?
এই সফটওয়্যারটি Download করার জন্য Play Store এ গিয়ে সার্চ করুন Snapseed লিখে, প্রথমেই পেয়ে যাবেন । এখানে ক্লিক করে এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে পারেন।
(ধন্যবাদ)
হাই আমি নাঈম নাফি, শখের বসে লেখালেখি শুরু। নিত্য নতুন প্রযুক্তিগত সমাধান জানার চেষ্টা করি এবং আপনাদের সাথে শেয়ার করি।বর্তমানে কাজ করছি ইউটিউব, ফ্রিল্যান্সিং আর বিগেইনার ব্লগার হিসেবে।