টেলিটক নাম্বার দেখার উপায়

টেলিটক আমাদের ফোন টেলিটকের একটি স্লোগান। এটি মূলত বাংলাদেশেরই একমাত্র নিজস্ব সিম কোম্পানি। বর্তমানে টেলিটক নাম্বার এখন আর ডায়াল কোডের মাধ্যমে দেখা যাচ্ছে না। তাই নতুন যে উপায়ে টেলিটক নাম্বার দেখা যায়।

টেলিটক

সেটি হল আপনাকে মেসেজ করে তারপরে আপনার টেলিটক নাম্বারটি দেখতে হবে। সেজন্য আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে আপনার ফোনের ম্যাসেজ অপশনে গিয়ে টাইপ করুন বড় হাতের P লিখুন এরপর সেন্ড করুন ১৫৪ এই নাম্বারে।

আর যখনই এই নাম্বারে মেসেজ সেন্ড করবেন। এরপর ফিরতি মেসেজে আপনার টেলিটক নাম্বার চলে আসবে।

টেলিটক সিমের নাম্বার, ব্যালেন্স ও এমবি দেখার উপায়?

টেলিটক সিমের নাম্বার দেখার কোড?

আপনি খুব সহজেই নিচের কোড গুলো ডায়াল করে নাম্বার, ব্যালেন্স ও এমবি চেক করে নিতে পারবেন। তবে নাম্বার চেক করার জন্য আপনি দুটি উপায় অবলম্বন করতে পারেন।

প্রথমটি হল ডায়াল কোড ব্যবহার করে ডায়াল কোড *৫৫১# আর অন্যটি হল মেসেজ টাইপ করে মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন Tar তারপর send to ২২২।

টেলিটক সিমের ব্যালেন্স দেখার কোড?

টেলিটক সিমের ব্যালেন্স চেক করার ডায়াল কোড হল *১৫২#

টেলিটক সিমের এমবি দেখার নিয়ম?

টেলিটক সিমের এমবি চেক করার কোড হল *১৫২# অথবা *১১১#

টেলিটক সিমের বিভিন্ন অফার দেখার নিয়ম?

টেলিটক সিমের বিভিন্ন অফারসমূহ জানার জন্য আপনি ঠিক একই কোড ডায়াল করে জানতে পারবেন। আর কোডটি হলঃ *২১১#

টেলিটক কার্ড রিচার্জ করার নিয়ম?

টেলিটক সিমে কার্ড রিচার্জ করতে *১৫১* গোপন নাম্বার #

টেলিটক সিমে মিনিট চেক করার নিয়ম?

টেলিটক সিমে মিনিট চেক করার নিয়ম হলঃ
মিনিট চেকঃ *১৫২#

টেলিটক কাস্টমার কেয়ার কোড?

১২১ হল টেলিটক সিমের কাস্টমার কেয়ার নাম্বার। যেকোন অপারেটর থেকে ডায়াল করুন ০১৫৫-০১৫৭৭৫০ থেকে ৬০। আশা করি পোস্টটি আপনাদের অনেক ভাল লাগছে।

Sharing Is Caring:

এই ওয়েবসাইটি মূলত প্রযুক্তির খবর, ব্যাংক ও বিমা, পড়াশোনা, টিপস এন্ড ট্রিকস, ভিসার খবর, স্বাস্থ্য টিপস ও অনলাইন ইনকাম সম্পর্কিত তথ্যের বিরাট একটি প্ল্যাটফর্ম।

Leave a Comment