টিকটক ভিডিও এডিট করার সফটওয়্যার

বর্তমানে সবথেকে জনপ্রিয়  শর্ট ভিডিও শেয়ারিং প্লাটফর্ম হল টিকটক। বিশেষ করে তরুণ সমাজের কাছে এই প্লাটফরমটি অনেক জনপ্রিয়তা লাভ করেছে। টিক টক এ সুন্দর সুন্দর ভিডিও এডিট করার জন্য প্রয়োজন ভালো একটি ভিডিও এডিট করার সফটওয়্যার। সবথেকে ভালো টিকটক ভিডিও এডিট করার সফটওয়্যার গুলো সম্পর্কে এই লেখাটিতে আলোচনা করা হবে। 

টিকটক ভিডিও তৈরীর কৌশল ও এডিটিং 

টিকটক সম্পর্কে আলাদা করে বলার তেমন কিছুই নেই। আমরা যারা স্মার্ট ফোন ব্যাবহার করি তারা অবশ্যই টিকটক এর সাথে পরিচিত আছি। বাংলাদেশসহ পৃথিবীর প্রায় সব দেশেই এই শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মটির জনপ্রিয়। টিকটকএ কনটেন্ট তৈরি করার পাশাপাশি আপনার টিকটক থেকে টাকা ইনকাম করতে পারব।

এছাড়াও টিকটকএ কনটেন্ট তৈরি করা অনেকের কাছে নিত্যদিনের কাজ হয়ে গেছে। টিকটকের যদি আমরা ভাল ভাল কনটেন্ট তৈরি করতে পারি তাহলে টিকটক থেকে টাকা ইনকাম করতে পারব। টিকটক থেকে টাকা ইনকাম করার জন্য প্রয়োজন ভাল ভাল কনটেন্ট তৈরির এবং বেশকিছু ফলোয়ারের।

আপনারা টিকটক থেকে কিভাবে টাকা ইনকাম করবেন এবং টিকটকের ভিডিওগুলো কিভাবে ভাইরাল করবেন ও বেশি ফলোয়ার যোগ করবেন আপনার আইডিতে সে সম্পর্কে আমরা নিচে আলোচনা করবো তার আগে জেনে নেয়া যাক টিকটক ভিডিও এডিট করা জনপ্রিয় সফটওয়্যার গুলো সম্পর্কে। 

টিকটক ভিডিও এডিট করার সফটওয়্যার

টিকটক ভিডিও এডিট করার সফটওয়্যার গুলোর মধ্যে অন্যতম কিছু জনপ্রিয় সফটওয়্যার হলো CapCut, InShot, VN, Vllo ইত্যাদি। টিকটক ভিডিও এডিটিং এর জন্য সবথেকে জনপ্রিয় সফটওয়্যার হলো CapCut. এই এপ্লিকেশানটি দিয়ে আপনারা বিভিন্ন ইফেক্ট এর টিক টক ভিডিও তৈরি করতে পারবেন।

এছাড়াও বর্তমানে টিকটক অ্যাপ এর ভিতরের ক্যামেরা দিয়ে ভিডিও তৈরি করলে ওইখানে অনেক ধরনের সুন্দর সুন্দর ইউনিক ফিল্টার পাওয়া যায় যেগুলো ব্যবহার করে আপনারা খুব সুন্দর ভাবে টিকটক ভিডিও তৈরি করতে পারবেন।

১. CapCut 

বর্তমান সময়ে টিকটক ভিডিও এডিটিং এর জন্য সবথেকে জনপ্রিয় সফটওয়্যার হচ্ছে CapCut. এছাড়াও একটি মজার বিষয় হলো CapCut অ্যাপ্লিকেশনটি টিকটক কোম্পানির তৈরি। টিক টক অ্যাপ্লিকেশন অফিশিয়াল ভাবে এই CapCut ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশনটি প্রমোট করে।

CapCut ব্যবহার করে আপনারা খুব সুন্দর ভাবে টিকটক ভিডিও এডিটিং করতে পারবেন।  এছাড়াও এই অ্যাপ্লিকেশনটিতে রয়েছে অনেক আধুনিক ফিল্টার ও ইফেক্ট  যা আপনার টিকটক ভিডিও কি আরও আকর্ষণীয় করবে। এই অ্যাপ্লিকেশনটি আপনারা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন সম্পূর্ন ফ্রীতে। 

২. InShot

আমাদের লিস্টের দুই নম্বরে রয়েছে InShot ভিডিও এডিটর অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে আপনারা সব ধরনের ভিডিও এডিটিং করতে পারবেন।  টিকটক ভিডিও এডিটিং বাদেও ইউটিউব কিংবা ফেসবুকের জন্য সুন্দর সুন্দর ভিডিও এডিটিং করতে পারবেন InShot  অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে।

InShot অ্যাপ্লিকেশন টি সম্পূর্ণ ফ্রিতে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন। বেস্ট কোয়ালিটির টিকটক ভিডিও এডিটিং এর জন্য আপনারা InShot  মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারেন। 

৩. VN Video Editor

বর্তমানে টিকটক ভিডিও এডিটিং এর জন্য VN Video Editor  সফটওয়্যারটিও অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। এই অ্যাপ্লিকেশনটি আপনারা সম্পূর্ণ ফ্রিতে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে ইনস্টল করে ব্যবহার করতে পারবেন। গুগল প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটি ১০০ মিলিয়ন এরও বেশি বার ডাউনলোড হয়েছে।

এই অ্যাপ্লিকেশনটিতে রয়েছে অসাধারণ ফিল্টার ও ইফেক্ট যা আপনার ভিডিওকে আরও সুন্দরভাবে উপস্থাপন করবে। টিকটকের ভিডিও ভাইরাল করার জন্য অবশ্যই ভালো কোয়ালিটির ভিডিও প্রয়োজন। এবং একটি ভালো কোয়ালিটির ভিডিও মূল কেন্দ্রবিন্দু হলো এডিটিং। তাই আপনারা টিকটক ভিডিও এডিটিং এর জন্য VN Video Editor  সফটওয়্যারটি ব্যবহার করতে পারেন। 

৪. VLLO – Intuitive Video Editor

VLLO – Intuitive Video Editor অ্যাপ্লিকেশনটি মূলত কোরিয়ান একটি অ্যাপস। এই অ্যাপ্লিকেশনটির অন্যতম একটি সুবিধা হল এটি আপনাকে 4K রেজুলেশন এর ভিডিও প্রদান করতে পারবে। এছাড়াও এই অ্যাপ্লিকেশনটি আপনারা যে কোন ধরনের ফোনে ব্যবহার করতে পারবেন। এই অ্যাপ্লিকেশনটি কোন ধরনের ওয়াটারমার্ক নেই।

অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য সরাসরি প্লে স্টোরে গিয়ে সার্চ করুন VLLO – Intuitive Video Editor লিখে।  প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। VLLO – Video Editor অ্যাপ্লিকেশনটি দিয়ে আপনারা সহজেই টিকটক ভিডিও এডিট করতে পারবেন কেননা অ্যাপ্লিকেশনটিতে রয়েছে অসাধারণ সব ফিল্টার ও স্টিকার।

৫. Zoomerang

গুগল প্লে স্টোরে গিয়ে Zoomerang লিখে সার্চ করলে সর্বপ্রথম অ্যাপ্লিকেশনটি চলে আসবে এখান থেকে আপনারা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। বর্তমান সময়ে শর্ট ভিডিও এডিটিং এর ক্ষেত্রে অনেকটাই এগিয়ে আসে Zoomerang  মোবাইল অ্যাপস। আকর্ষণীয়ভাবে শর্ট ভিডিও এডিটিং এর জন্য এই সফটওয়্যারটি অনেক জনপ্রিয়।

এই অ্যাপ্লিকেশনটি একটি আশ্চর্যজনক বিষয় হলো আপনারা সরাসরি ভিডিও এডিটিং করে শেয়ার দিয়ে টিকটক একাউন্ট এ পোস্ট করতে পারবেন। শর্ট ভিডিও অথবা টিকটক ভিডিও এডিটিং এর জন্য রয়েছে অসাধারণ কিছু ফিল্টার ও স্টিকার যা আপনার ভিডিওকে আরও আকর্ষণীয় করে দর্শকদের মাঝে ফুটিয়ে তুলবে। 

প্রিয় পাঠকবৃন্দ আশা করি টিকটক ভিডিও এডিট করার সফটওয়্যার সম্পর্কে জানতে পেরেছেন। এবং উপরে যে অ্যাপ্লিকেশনগুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে বর্তমানে সবথেকে জনপ্রিয় শর্ট ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশন এইগুলো। উপরের সবগুলো অ্যাপ্লিকেশন আপনারা গুগল প্লেস্টোর থেকে ফ্রিতে ডাউনলোড করতে পারবেন।

টিকটক ভিডিও ভাইরাল করার উপায় 

টিকটক ভিডিও ভাইরাল করার জন্য অবশ্যই আমাদের টিকটক এ ভালো ভালো কনটেন্ট আপলোড দিতে হবে। টিকটকে ভিডিও ভাইরাল করার জন্য ভালো স্ক্রিপ্ট ও ভাল কনটেন্ট এর বিকল্প নাই। পাশাপাশি আপনার ভিডিও এডিটিং থাকতে হবে সুন্দর। আপনি যত ভালোভাবে ভিডিও এডিট করতে পারবেন তত ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকে।

টিক টক এ ভিডিও ভাইরাল এর অন্যতম একটি মাধ্যম হলো ট্রেন্ডিং টপিকে ভিডিও করা। এবং ভিডিও আপলোড এর সময় জনপ্রিয় হ্যাশট্যাগ গুলো ব্যবহার করা। এছাড়াও টিক টক এ ভিডিও আপলোড এর সময় ভালো ফিচার ইমেজ ও সুন্দর টাইটেল দেয়া। এক কথায় বলতে গেলে আপনার কনটেন্ট কোয়ালিটি যত ভালো হবে ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা তত হইতে থাকবে। 

টিকটক থেকে টাকা ইনকাম 

টিকটক থেকে টাকা ইনকাম করার জন্য অবশ্যই আপনার টিকটক একাউন্ট এর ভিডিওগুলো ভাইরাল হতে হবে এবং আপনার টিকটক একাউন্টে বেশি পরিমাণে ফলোয়ার থাকতে হবে। বেশি পরিমাণে ফলোয়ার পাওয়ার জন্য আপনার টিকটক ভিডিও গুলো ভাইরাল হওয়ার কোনো বিকল্প নেই। 

আপনার টিকটক একাউন্টে যদি বেশি পরিমাণে ফলোয়ার থাকে তাহলে আপনি বিভিন্ন উপায়ে টাকা ইনকাম করতে পারবেন তার মধ্যে সবথেকে জনপ্রিয় হলো স্পন্সার ও প্রমোশন। আপনার টিকটক একাউন্টে যদি বেশি পরিমাণে ফলোয়ার থাকে তাহলে আপনি বিভিন্ন প্রোডাক্ট এর স্পন্সার এবং প্রমোশন করার সুযোগ পাবেন। 

আরো পড়তে পারেন: মোবাইল দিয়ে ফাইবারে কাজ

Sharing Is Caring:

এই ওয়েবসাইটি মূলত প্রযুক্তির খবর, ব্যাংক ও বিমা, পড়াশোনা, টিপস এন্ড ট্রিকস, ভিসার খবর, স্বাস্থ্য টিপস ও অনলাইন ইনকাম সম্পর্কিত তথ্যের বিরাট একটি প্ল্যাটফর্ম।

Leave a Comment