ওয়েবসাইট কাকে বলে | ওয়েবসাইট কত প্রকার ও কি কি

ওয়েবসাইট হচ্ছে কোন ওয়েব সার্ভারে রাখা ওয়েব পৃষ্ঠা, ছবি, অডিও, ভিডিও ও অন্যান্য ডিজিটাল তথ্যের সমাহার। যা ইন্টারনেট সংযোগের মাধ্যমে সহজে অ্যাক্সেস করা যায়।

প্রত্যেকটি ওয়েবসাইটের একটি ইউনিক নাম থাকে। এছাড়াও আমরা এভাবেও বলতে পারি যে, একই ডোমেইনের অধীনে একাধিক ওয়েবপেইজের সমষ্টিকে ওয়েবসাইট বলে।

ওয়েবসাইট

ওয়েবসাইটকে সম্পর্কে সাইটও বলা হয়। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে ওয়েবপেইজটা আসলে কী? HTML বা Hyper Text Markup Language যা দ্বারা ওয়েবপেজ লেখা হয়।

আর HTTP বা Hyper Text Transfer Protocol যা দ্বারা Web Server ও ওয়েব ক্লায়েন্ট এর মধ্যে তথ্য আদান প্রদান করে। এই তথ্য আদান-প্রদান এর জন্য ওয়েব ব্রাউজারের ব্যবহার করা হয়।

Table of Contents

ওয়েবসাইট মানে কি?

ওয়েবসাইট অথবা শুধু সাইট হল কোন ওয়েব সার্ভারে রাখা ওয়েব পৃষ্ঠা, ছবি, অডিও, ভিডিও ও অন্যান্য ডিজিটাল তথ্যের সমষ্টি। যা ইন্টারনেটের মাধ্যমে সহজে অ্যাক্সেস করা যায়।

ওয়েব পৃষ্ঠা মূলত একটি এইচটিএমএল ডকুমেন্টস। যা এইচটিটিপি প্রোটোকলের মাধ্যমে ওয়েব সার্ভার থেকে ইন্টারনেট ব্যবহারকারীর ওয়েব ব্রাউজারে স্থানান্তরিত হয়ে থাকে।

এ সমস্ত উন্মুক্ত ওয়েবসাইটগুলোকে সমষ্টিগতভাবে “ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব” বা “বিশ্বব্যাপী জাল” নাম দেয়া হয়েছে। তাহলে আশা করা যায় Website মানে কি? বিষয়টা হয়তো আপনারা এখন বুঝতে পারছেন।

ওয়েবপেইজ কি?

ইন্টারনেট তথা ওয়েবে কোন লেখা, অডিও, ভিডিও, স্থির চিত্র ও এনিমেশন ইত্যাদি তথ্যসমূহ রাখার জন্য যে পেইজ ব্যবহার হয় তাকে ওয়েবপেজ বলে। অর্থাৎ যদি কোন ওয়েবে প্রথমে ঢুকলে যে পেইজটি প্রদর্শিত হয় সেটি হল হোম পেইজ।

আবার সেই পেইজে অনেকগুলো পেইজ থাকে যেমনঃ যোগাযোগ করার পেজ, ওয়েবসাইট সম্পর্কে পেজ, লগ ইন পেজ ইত্যাদি এই সকল পেজগুলোকে ওয়েবপেজ বলা হয়।

ওয়েব পেজ ও ওয়েবসাইট এর পার্থক্য?

ওয়েব পেজ হল ইন্টারনেটে থাকা একটি নির্দিষ্ট পৃষ্ঠা। আর অনেকগুলো ওয়েব পেজ মিলিত হয়ে তৈরি করা হয় একটি ওয়েবসাইট। ওয়েব পেজের ঠিকানাকে বলা হয় ইউআরএল (ULR)।

ওয়েবসাইটের ঠিকানাকে বলা হয় ডোমেইন নেম (Domain Name)। একটি ওয়েবসাইটে অনেকগুলো ওয়েব পেজ বা পৃষ্ঠা থাকে। কিন্তু ওয়েব পেজের কোন পৃষ্ঠা থাকতে পারে না।

বরং অন্য পৃষ্ঠার লিংক থাকতে পারে। ওয়েবসাইট একটি কোম্পানি বা অর্গানাইজেশন হতে পারে। কিন্তু ওয়েব পেজের নির্দিষ্ট কোন কোম্পানি হতে পারে না।

ওয়েব পোর্টাল কি?

ওয়েব পোর্টাল হল একটি ওয়েবসাইট বা ওয়েবপেইজের সমষ্টি যেখানে অনেকগুলো উৎস থেকে গুরুত্বপূর্ণ লিংক, কনটেন্ট ও সার্ভিস সংগ্রহিত করা থাকে।

যা ব্যবহারকারীদেরকে সহজবোধ্যভাবে তথ্য উপস্থাপন করে থাকে। এসব দিক বিবেচনা করলে উইকিপিডিয়াকে বলা যায় বিশ্বের সবচেয়ে বড় ওয়েব পোর্টাল।

ওয়েব ব্রাউজার কি?

যেকোন ওয়েবসাইটে ভিজিট করার জন্য আমাদের যেমন ইন্টারনেট সংযোগের প্রয়োজন তেমনি একটি ব্রাউজারও প্রয়োজন হয়ে থাকে। যা দিয়ে আমরা কোন সাইট খুব সহজে এক্সেস করতে পারব।

এই ওয়েব ব্রাউজার মূলত ডেটা রিসিভ ও অনুবাদ করে ক্লায়েন্টকে ফলাফল প্রদর্শন করে। যেমনঃ গুগোল ক্রম, মজিলা, ফায়ারফক্স, অপেরা মিনি ইত্যাদি।

ওয়েবপেজের সাথে ব্রাউজারের সম্পর্ক ব্যাখ্যা কর?

ওয়েবপেইজ হল এক ধরনের ওয়েব বা ইলেকট্রনিক ডকুমেন্ট। যা বিভিন্ন দেশের সার্ভারে রাখা হয়। এবং যে সফটওয়্যারের সাহায্যে পৃথিবীর বিভিন্ন দেশের সার্ভারে রাখা পরস্পর সংযুক্ত ওয়েবপেইজ দেখা যায় তাকে ওয়েব ব্রাউজার বলে।

অর্থাৎ যেকোন ইন্টারনেট ব্যবহারকারী পৃথিবীর যেকোন জায়গা থেকে বিভিন্ন দেশের বিভিন্ন সার্ভারে রাখা ওয়েবপেইজগুলো ব্রাউজারের সাহায্যে সহজে দেখতে পারে।

এছাড়াও ওয়েব ব্রাউজার একজন ব্যবহারকারীকে দ্রুত এবং সহজে ওয়েবপেইজের সাথে তথ্য আদান প্রদানে সাহায্য করে। তাই ওয়েবপেইজ ও ব্রাউজার একে অপরের সাথে সম্পর্কিত হয়ে থাকে।

ওয়েবসাইট কিভাবে কাজ করে?

  • যোগাযোগের মাধ্যম হিসাবে
  • শিক্ষার মাধ্যম হিসাবে
  • ব্যবসায়িক কাজে ওয়েবসাইট
  • বিনোদনমুলক কাজে

যোগাযোগের মাধ্যম হিসাবে ওয়েবসাইটের কাজ কি?

যোগাযোগের মাধ্যমে তথ্যের আদান প্রদান ঘটে। যদিও তা সাধারণত দ্বি-পাক্ষিক যোগাযোগ। যার মাধ্যমে সহজে উভয় পক্ষই তথ্য প্রেরণ ও গ্রহণ করতে পারে।

যেমনঃ কোন ওয়েবসাইটের মেসেঞ্জার, লাইভ চ্যাট, কমেন্ট বক্স ইত্যাদি এপ্লিকেশনের মাধ্যমে তথ্য আদান প্রদান করা হয়।

শিক্ষার মাধ্যম হিসাবে ওয়েবসাইটের কাজ কি?

দেশ বিদেশের অনেক শিক্ষা প্রতিষ্ঠান ই-লার্নিং এর মাধ্যমে খুব সহজে শিক্ষা দিয়ে থাকে। বিশেষ করে কোভিড কালীন সময়ে এর ব্যাপক প্রচলন লক্ষ করা গিয়েছিল। আর এই ই-লার্নিং প্রক্রিয়াটি ওয়েবসাইট দিয়েই সহজেই করা হচ্ছে।

এছাড়াও ওয়েবসাইটে বিভিন্ন শিক্ষামুলক বিষয় বা টিউটোরিয়ালের সিরিজ দেওয়া থাকে। যা আমরা ঘরে বসে সেই ওয়েবসাইটগুলো থেকে পেতে পারি।

ব্যবসায়িক ক্ষেত্রে ওয়েবসাইটের কাজ কি?

বর্তমানে বিশ্বব্যাপি নামি দামি কোম্পানি বা ব্যবসা প্রতিষ্ঠান তাদের পণ্য বা সেবা অনলাইনে প্রোমোট করছে। যা ওয়েবসাইটের কারণেই সম্ভব হয়েছে। এবং এর দ্বার ব্যবসা আগের চেয়ে অনেক সহজতর হয়েছে।

এছাড়াও ওয়েবসাইটে ই-কমার্সের প্রচলন হওয়ার পর আলিএক্সপ্রেস, আলিবাবা বা অ্যামাজনের মত বিশ্বের সেরা কোম্পানিগুলো বিলিয়ন ডলারের ব্যবসা পরিচালনা করতে সমর্থ হয়েছে।

বিনোদনমুলক ক্ষেত্রে ওয়েবসাইটের কাজ কি?

অনলাইন গেইমিং, মিউজিক সাইট, ডাউনলোড সাইট, খবরের লাইভ স্ট্রিমিং ইত্যাদি বিষয়গুলো কোন না কোন ওয়েবসাইটের অংশবিশেষ। যার থেকে ভিজিটররা এ ধরণের কনটেন্ট সরবরাহ করার সুযোগ পায়।

ওয়েবসাইট কত প্রকার?

সাধারণভাবে ওয়েবসাইটকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি যেমনঃ

  • স্ট্যাটিক ওয়েবসাইট
  • ডায়নামিক ওয়েবসাইট

এছাড়াও অবস্থানের ভিত্তিতে লোকাল ও রিমোট এই দুইটি ভাগেও আমরা ওয়েবসাইটকে ভাগ করতে পারি। কিন্তু যদি আপনাকে কেউ জিজ্ঞাসা করে ওয়েবসাইট কত প্রকার তাহলে এর উত্তর হবে ওয়েবসাইট দুই প্রকারঃ

  • স্ট্যাটিক ওয়েবসাইট
  • ডায়নামিক ওয়েবসাইট

এবার চলেন ওয়েবসাইটে এই প্রকারভেদ সম্পর্কে আরো বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। গঠন বৈচিত্র‍্যের দিকের ওপর ভিত্তি করে ওয়েবপেইজ বা ওয়েবসাইটকে সাধারণত দুইভাবে ভাগ করা যায়ঃ

  • স্ট্যাটিক ওয়েবপেইজ অথবা স্ট্যাটিক ওয়েবসাইট (Static Webpage or Static Website)
  • ডাইনামিক ওয়েবপেইজ অথবা ডাইনামিক ওয়েবসাইট (Dynamic Webpage or Dynamic Website)

স্ট্যাটিক ওয়েবসাইট কি?

যে সকল ওয়েবসাইটের ডেটার মান ওয়েবপেইজ প্রদর্শন করার পর পরিবর্তন করা যায় না সেসকল ওয়েবসাইটকে স্ট্যাটিক ওয়েবসাইট বলে।

এধরনের ওয়েবসাইট তৈরীর জন্য স্ক্রিপ্টিং ভাষা ব্যবহার করা হয় না। HTML, CSS, JAVASCRIPT দিয়ে সাধারণত একটি স্ট্যাটিক ওয়েবসাইট তৈরী করা হয়।

স্ট্যাটিক ওয়েবসাইটের বৈশিষ্ট্য?

  • ডেটাবেজ এর সাথে সংযোগ থাকে না।
  • খুব দ্রুত লোড হয়।
  • HTML, CSS, JS ইত্যাদি দিয়ে এটি ডিজাইন করা হয়।
  • কনটেন্ট নির্দিষ্ট থাকে।
  • ব্যবহারিক তথ্য আপডেট করতে পারবে না।

স্ট্যাটিক ওয়েবসাইটের সুবিধা?

  • নিয়ন্ত্রন করা সহজ।
  • সহজে পরিচালনা করা যায়।
  • খরচ কম এবং সাইট দ্রুত লোড নেয়।
  • সহজে ওয়েবপেইজের লে-আউট পরিচালনা করা যায়।
  • নেট স্পিড কম হলেও দ্রুততার সাথে ডেটা বা উপাত্ত ডাউনলোড করা যায়।

স্ট্যাটিক ওয়েবসাইটের অসুবিধা?

  • কনটেন্ট আপডেট করতে অনেক সময় লাগে।
  • ওয়েবসাইটের আকার বৃদ্ধির সাথে সাথে কনটেন্ট নিয়ন্ত্রণ করা ঝামেলা ও কঠিন হয়ে যায়।
  • এধরনের ওয়েবসাইটে নতুন কোন পেইজ যুক্ত করতে হলে সেই পেইজের জন্য আলাদা ভাবে কোডিং করতে হবে।
  • ব্যবহারকারীর ইনপুট নেওয়ার কোন ধরনের ব্যবস্থা থাকে না।

স্ট্যাটিক ওয়েবসাইটের রান টাইমে পরিবর্তিত হয় না কেন?

স্ট্যাটিক ওয়েবসাইট রান টাইমে পরিবর্তিত হয় না। কারণ হল স্ট্যাটিক ওয়েবসাইট শুধু HTML ভাষা দিয়ে তৈরি হয়। এর সাথে কোন প্রিন্টিং ভাষা যেমনঃ PHP , ASP এবং ডেটাবেজ ব্যবহার করা হয় না। যার ফলে স্টাটিক ওয়েবসাইটে রান টাইম পরিবর্তিত হয় না।

ডায়নামিক ওয়েবসাইট কি?

যে সকল ওয়েবসাইটের ডেটার মান ওয়েবপেইজের প্রদর্শনের পরেও পরিবর্তন করা যায় সে সকল ওয়েবসাইটকে ডায়নামিক ওয়েবসাইট বলে।

ডায়নামিক ওয়েবসাইট তৈরীর জন্য স্ক্রিপ্টিং ভাষা যেমনঃ PHP, ASP, Python ব্যবহার করা হয়। ওয়েবপেইজটি ডিজাইনের জন্য HTML, CSS, JS ও ব্যবহার করা হয়। এর পাশাপাশি ডেটাবেজেরও (SQL/ MYSQL) প্রয়োজন হয়।

ডায়নামিক ওয়েবসাইটের বৈশিষ্ট্য?

  • পরিবর্তনশীল তথ্য বা ইন্টারঅ্যাক্টিভ ওয়েবপেইজ তৈরী করা।
  • ব্যবহারিক তথ্য আপডেট করতে পারে।
    ডেটাবেজ ব্যবহার হয়।
  • রান টাইম অর্থাৎ (যে সময়ে কম্পিউটার সত্যি-সত্যি কাজ করছে) সে সময় পেইজের ডিজাইন বা
  • কনটেন্ট পরিবর্তন হতে পারে।

ডায়নামিক ওয়েবসাইটের সুবিধা?

  • তথ্য ও বিষয়বস্তু খুব দ্রুত সহজে আপডেট করা যায়।
  • অনেক বেশি তথ্য বহুল হয়ে থাকে।
  • নির্দিষ্ট ব্যবহারকারীদের জন্য নির্দিষ্ট পেইজ প্রদর্শন করা যায়।ব্যবহারকারীদের জন্য সহজে নির্দিষ্ট
  • পরিমাণ এক্সেস সেট করা যায়।

ডায়নামিক ওয়েবসাইটের অসুবিধা?

  • নিয়ন্ত্রণ ও উন্নায়ন করা তুলনামূলক জটিল ও কঠিন হয়।
  • খরচ বেশী হয়ে থাকে।
  • তথ্য বা ডেটা হ্যাক এর সম্ভাবনা থাকে
  • ডেটাবেজ ব্যবহার করার জন্য ডেটা লোড হতে অনেক সময় লাগে।

ডায়নামিক ওয়েবসাইটের নাম?

ফেসবুক, টুইটার, ইউটিউব ইত্যাদি ডায়নামিক ওয়েবসাইটের অন্যতম উদাহরণ। যেমনঃ ফেসবুকে আপনার নিউজ ফিডের সাথে আমার নিউজ ফিডের মিল নেই।

তাছাড়া আপনার ফ্রেন্ড লিস্টের সাথে আবার আমার ফ্রেন্ড লিস্টের মিল নেই। এছাড়াও আমরা যারা ফেসবুকের ব্যবহারকারীরা আছি তারা ডেট ইনপুট দিতে পারি যেমনঃ টেক্সট, ইমেজ, ভিডিও ইত্যাদি।

আবার অবস্থানের ওপর ভিত্তি করেও ওয়েবপেইজ বা ওয়েবসাইট দুই প্রকার যথাঃ

  • লোকাল ওয়েবপেইজ (Local Webpage)
  • রিমোট ওয়েবপেইজ (Remote Webpage)

লোকাল ওয়েবপেইজ কি?

স্থানীয়ভাবে ডিজাইন করা ওয়েব পেইজগুলোকে লোকাল ওয়েবপেইজ বলে। সাধারনত লোকাল ওয়েবপেইজগুলো সোর্স ড্রাইভ ও ডিরেক্টরি থেকে সহজে ব্যবহার করা যায়। এ ধরনের ওয়েবপেইজ ব্যবহারের জন্য ইন্টারনেট সংযোগের প্রয়োজন হয় না।

রিমোট ওয়েবপেইজ কি?

স্থানীয় কম্পিউটার ব্যতীত অন্য কোন কম্পিউটার বা সার্ভারে সংরক্ষিত ওয়েবপেইজগুলোকে রিমোর্ট ওয়েবপেইজ বলে। রিমোট ওয়েবপেইজ ডাউনলোড করার জন্য ইন্টারনেট সংযোগের প্রয়োজন হয়।

এ ধরনের ওয়েবপেইজগুলো ব্যবহারের জন্য ওয়েব অ্যাড্রেস জানার প্রয়োজন পড়ে। এধরনের অ্যাড্রেসকে URL (Uniform Resource Locator বলে। প্রত্যকটি ওয়েবসাইটের URL ইউনিক হয়ে থাকে।

কারণ প্রত্যকটি ওয়েবসাইটের URL এ যে নামটি থাকে সেটিকে ডোমেইন নেম বলা হয়। এছাড়াও আমরা ব্যবহারের ভিত্তিতেও ওয়েবসাইটের শ্রেণিবিভাগ করতে পারি যেমনঃ

  • আর্কাইভ সাইট
  • ই-কমার্স সাইট
  • নিউজ সাইট
  • ব্লগ সাইট
  • পোর্টফোলিও সাইট

আর্কাইভ সাইট কি?

পুরনো বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যাদি সকলের ব্যবহারের জন্য জমা রাখা হয় যে সাইটে তাকে আর্কাইভ সাইট বলে।

ই-কমার্স সাইট কি?

পণ্য কেনা বেচার জন্য তৈরী করা হয় যে সাইট তাকে ই-কমার্স সাইট বলে।

নিউজ সাইট কি?

যে সাইটে বিভিন্ন ধরনের খবরা খবর পাওয়া যায় তাকে নিউজ সাইট বলে।

ব্লগ সাইট কি?

যে সাইটে বিভিন্ন নিশ ভিত্তিক কনটেন্ট পাওয়া যায় তাকে ব্লগ সাইট বলে।

ডাউনলোড সাইট কি?

যে সাইটে বিভিন্ন ধরনের ফাইল, সফটওয়্যার ইত্যাদি ডাউনলোড করা যায় তাকে ডাউনলোড সাইট বলে।

পোর্টফোলিও সাইট কি?

যে সাইটে নিজের সম্পর্কে বিভিন্ন তথ্য বা উপাত্ত দেওয়া থাকে তাকে পোর্টফোলিও সাইট বলে।

HTML এর উদ্ভাবক হলেন?

টিম বার্নাস লী।

HTML এর প্রাথমিক রূপ লাভ করে কত সালে?

১৯৮০ সালে।

ওয়েব পেজ নিয়ে চিন্তা ভাবনা শুরু হয় কত সালে?

১৯৮৯ সালে।

প্রথম ওয়েবসাইট তৈরি হয় কত সালে?

১৯৯১ সালে।

CERN কোথায় অবস্থিত?

সুইজারল্যান্ডে।

স্ট্যাটিক ওয়েব সাইটের বৈশিষ্ট্য কোনটি?

ব্রাউজারে দ্রুত লোড হয়।

মার্ক আপ ল্যাঙ্গুয়েজ কোনটি?

(HTML)।

আতিকে তৈরিকৃত ওয়েবপেজটি লোডিং করার পরও ডেটার মান পরিবর্তন করতে পারছে না। এ সমস্যা সমাধানের জন্য তার শিক্ষক তাকে কয়েকটি ভাষা ব্যবহার করার পরামর্শ দিলেন।

আতিকের তৈরিকৃত ওয়েব পেইজটি কোন ধরনের?

স্ট্যাটিক ওয়েব পেইজ।

ওয়েবপেইজের সমস্য সমাধানের জন্য উপযোগী ভাষা হল?

ASP, PHP, JSP

ওয়েভ পেইজ তৈরিতে কোন ভাষা ব্যবহৃত হয়?

HTML

বাংলা সার্চ ইঞ্জিন কোনটি?

পিপীলিকা।

Google.com কি?

Search Engine

ওয়েব ব্রাউজার কি কি?

গুগল ক্রোম, সাফারি, অপেরা মিনি ইত্যাদি।

কোনটি ওয়েব ব্রাউজার?

ফায়ারফক্স।

ISP এর পূর্ণনাম কী?

Internet Service Provider

ওয়েব পেইজ পরিদর্শন করাকে কী বলে?

ওয়েব ব্রাউজিং বলে।

প্রতিটি ওয়েব ঠিকানার শুরুতে কোনটি থাকে?

Https থাকে।

ওয়েব পেইজের অ্যাড্রেসকে কী বলে?

URL বলে।

URL হল ওয়েবপেইজের কি?

এড্রেস।

ওয়েব পেইজ ডিজাইন কোনটি?

HTML ডকুমেন্ট তৈরি।

ডোমেইন নেম প্রকাশ করা হয় কোনটির মাধ্যমে?

URL প্রকাশ করা হয়।

URL এর অংশগুলো কি কি?

প্রটোকল নেম, হোস্ট নেম, ডাইরেক্টরি নেম ইত্যাদি।

হোম পেইজ দেখার জন্য আবশ্যক কি কি?

ওয়েব ব্রাউজার, সার্চ ইঞ্জিন, ইন্টারনেট ইত্যাদি।

Hyper Text Markup Language এর সাহায্যে কী তৈরি করা যায়?

Web Page তৈরি করা হয়।

সার্ভার ও ক্লায়েন্টট কম্পিউটারের মধ্যে ডেটা আদান প্রদান হয় কোনটির মাধ্যমে?

TCP।

HTML এর মাধ্যমে কোডিং করতে কী ব্যবহার করা হয়?

নোটপ্যাড।

ওয়েব পেইজ ডিজাইন করতে হলে বিভিন্ন ধরনের কুয়েরি ল্যাংগুয়েজ ব্যবহার করতে হয়?

MySQL, SQL Server, Oracle ইত্যাদি কুয়েরি ল্যাংগুয়েজ ব্যবহার করতে হয়।

একটি ওয়েব পেইজের প্রথম পৃষ্ঠাকে কী বলে?

হোম পেইজ বলে।

HTML নামক মার্ক আপ ল্যাংগুয়েজের উপর ভিত্তি করে তৈরিকৃত ডকুমেন্টকে কী বলে?

ওয়েব পেইজ বলে।

একটি ওয়েব পেইজের প্রথম প্রষ্ঠাকে কী বলে?

Home Page বলে।

কোন প্রতিষ্ঠান, কোম্পানির বা ব্যক্তির নিজস্ব ওয়েব পেইজকে কী বলে?

ওয়েবসাইট বলে।

গঠন বৈচিত্রের উপর ভিত্তি করে ওয়েবসাইট কত প্রকার?

৪ প্রকার।

ওয়েবসাইটের হায়ারারর্কিক্যাল কাঠামো কী?

হোম পেইজ নির্ভর ওয়েবসাইট।

ওয়েব সাইটে যে সার্ভার থাকে তাকে কী বলে?

হোস্টিং সার্ভার।

ওয়েবসাইট তৈরি ও পাবলিশিংয়ের ক্ষেত্রে বিবেচ্য বিষয়গুলো কি কি?

ওয়েব সাইট ডিজাইন, ডোমেইন রেজিস্ট্রেশন, ডোমেইন হোস্টিং ইত্যাদি।

একটি আইপি অ্যাড্রেসকে প্রকাশের জন্য মোট কয়টি অকটেড প্রয়োজন?

৪টি।

ডোমেইন নাম হল?

ওয়েব সাইটের একটি স্বতন্ত্র নাম।

.int দ্বারা কী বুঝায়?

আন্তর্জাতিক প্রতিষ্ঠান বুঝায়।

শিক্ষা প্রতিষ্ঠানে ব্যবহৃত টপ লেভেল ডোমেইনের নাম কি?

edu

edu দ্বারা কোন ধরনের ডোমেইনকে বুঝায়?

শিক্ষামূলক ডোমেইন বুঝায়।

http://www.yahoo.com এর সর্বশেষ অংশটির নাম কী?

ডোমেইন প্রকৃতি।

কম্পিউটারে HTML ব্যবহার করে Home Page এ যুক্ত করা যায় কি কি?

গ্রাফিক্স, স্থির চিত্র, চলমান চিত্র ইত্যাদি।

HTML এর সুবিধাগুলো কি কি?

iHTML এর সাথে XML এর অনেক সাদৃশ্য এবং বেশির ভাগ ডেভেলপমেন্ট টুলস HTML সমর্থন করে।

HTML এর সুবিধাগুলো কি কি?

সর্বব্যাপী ব্যবহার, অধিকাংশ ব্রাউজার সাপোর্ট করে ও কোডিং করা সহজ।

একটি HTML ফাইলে কি থাকে?

শুরু ট্যাগ হিসেবে >html> থাকে এবং প্রতি জোড়া শুরু ও শেষ ট্যাগে থাকে ও আট্রিবিউট শুরু ট্যাগে থাকে।

HTML ফাইল তৈরি হয় কিভাবে?

ট্যাগের সমন্বয়ে।

ওপেনিং ট্যাগ থেকে ক্লোজিং ট্যাগ পর্যন্ত সকল কিছুকে বলে?

কনটেন্ট।

এইচটিএমএল ট্যাগের চিহ্ন কোনটি?

<>

ওপেনিং ট্যাগ থেকে ক্লোজিং ট্যাগ পর্যন্ত সকল কিছুকে কি বলে?

HTML উপাদান বলে।

কোন html tag এর ক্লোজিং ট্যাগ থাকে না?

<img> tag এর ক্লোজিং ট্যাগ থাকে না।

দুই বা ততোধিক HTML এর ডকুমেন্টকে একত্রিত করাকে কী বলে?

অ্যাট্রিবিউট।

HTML এর পরবর্তী লাইন বা ব্রেকে যাওয়ার জন্য কোন ট্যাগ ব্যবহার করা হয়?

<br>

ওয়েব পেইজ তৈরিতে ব্যবহৃত আবশ্যক ট্যাগ কোনটি?

<html>…….</html>

ট্যাগের শুরু থাকলেও শেষ থাকে না?

<img>, <br>, <hr> ইত্যাদি ট্যাগের শুরু থাকলেও শেষ থাকে না।

কোন ট্যাগের এলিমেন্ট থাকে না?

<br> এবং <img>

প্যারাগ্রাফ নির্ধারণ ট্যাগ কোনটি?

<p>

কোন ট্যাগটি Italic টেক্সট নির্দেশ করে?

<i>

</html> কি ট্যাগ?

ক্লোজিং ট্যাগ।

‘br’ এর HTML tag এ থাকে না?

ওপেনিং ট্যাগ,ক্লোজিং ট্যাগ,টেক্সট ফিল্ড।

এইচটিএমএল কোড<p>H<sup>2</sup>O</p> এর ফলাফল কোনটি?

H2O

সবচেয়ে বড় হেডিং ট্যাগ কোনটি?

<h1>

নিচের কোন হেডিং ট্যাগের সাইজ সবচেয়ে ছোট?

h6

প্রতিটি HTML ডকুমেন্টকে কী বলে?

ফ্রেম বলে।

ওয়েবসাইটের লে-আউটকে কী বলে?

টেমপ্লেট বলে।

যদি একটি ফন্টের বিভিন্ন সংস্করণ হিসেবে প্রকাশ করা হয় তাকে কী বলে?

ফন্ট ফ্যামিলি বলে।

ফন্টের নাম পরিবর্তন করতে কোন এট্রিবিউট ব্যবহৃত হয়?

face ব্যবহৃত হয়।

HTML এ বাংলা ফন্ট ব্যবহারের জন্য কোন এট্রিবিউট প্রয়োজন?

face প্রয়োজন।

নীল কালারের কোড কি?

RGB(0,0,255)।

RGB (255,255,255) দ্বারা কোন রং নির্দেশ করে?

সাদা নির্দেশ করে।

মি. আতিক তার ওয়েব পেজে ইমেজ সংযোজন করলেন। কিন্তু কোনভাবেই ব্রাউজারে তার সংযোজিত ইমেজটি প্রদর্শিত হচ্ছে না।

মি. আতিক যে প্রকারের ট্যাগ ব্যবহার করেছেন তার সাথে সঙ্গতিপূর্ণ ট্যাগ কোনটি?

<Br>

মি. আতিক এর সঠিক ফলাফল না পাওয়ার কারণগুলো কি কি?

ফাইলের নাম লিখতে ভুল করা, ব্রাউজার সাপোর্ট না করা, সঠিক লোকেশন ব্যবহার না করা ইত্যাদি।

একটি পেইজের সাথে অন্য একটি পেইজের সংযোগকে HTML ভাষায় কী বলে?

Hyperlink বলে।

ওয়েবপেইজের মধ্য দিয়ে লিংক করার ট্যাগ কোনটি?

<a>

কোনটি HTML এর Link tag?

<a>……</a>

ব্রাউজকারীর সময় বাঁচে কোন ট্যাগে?

<a>

টেবিল এর অনুভূমিক লাইনকে কী বলে?

সারি বলে।

ওয়েবসাইটের ঠিকানাকে কি বলে?

ওয়েবসাইটের ঠিকানাকে ডোমেইন নেম বলে।

প্রথম ওয়েবসাইট কত সালে তৈরি করা হয়?

প্রথম ওয়েবসাইট কত সালে তৈরি করা হয়।

একটি ওয়েব পেজের প্রথম পৃষ্ঠা কে কি বলে?

একটি ওয়েব পেজের প্রথম পৃষ্ঠাকে মূল পেজ বা হোম পেজ বলে।

ওয়েবসাইটের ঠিকানাকে কি বলে?

ওয়েবসাইটের ঠিকানাকে ডোমেইন নেম বলে।

প্রথম ওয়েবসাইট কত সালে তৈরি করা হয়?

প্রথম ওয়েবসাইট কত সালে তৈরি করা হয়।

একটি ওয়েব পেজের প্রথম পৃষ্ঠা কে কি বলে?

একটি ওয়েব পেজের প্রথম পৃষ্ঠাকে মূল পেজ বা হোম পেজ বলে।

এক ওয়েবসাইট থেকে আরেক ওয়েবসাইটে যাওয়াকে কি বলে?

এক ওয়েবসাইট থেকে আরেক ওয়েবসাইটে যাওয়াকে ব্যাকলিংক বলে।

জেলা ওয়েবসাইট কি?

যে সকল ওয়েবসাইটে একটি জেলা নিয়ে সব ধরনের তথ্য থাকবে। এবং সার্চ করলেই শুধু সেই জেলার প্রয়োজনীয় সব ধরনের ইনফরমেশন পাওয়া যাবে তাকে জেলা ওয়েবসাইট বলে।

Sharing Is Caring:

এই ওয়েবসাইটি মূলত প্রযুক্তির খবর, ব্যাংক ও বিমা, পড়াশোনা, টিপস এন্ড ট্রিকস, ভিসার খবর, স্বাস্থ্য টিপস ও অনলাইন ইনকাম সম্পর্কিত তথ্যের বিরাট একটি প্ল্যাটফর্ম।

Leave a Comment