বিয়ের অনুষ্ঠানের সুন্দর মুহূর্তগুলোকে ভিডিওর মাধ্যমে ধারণ করে সে গুলোকে সুন্দরভাবে এডিটিং করার জন্য আমাদের প্রফেশনাল ভিডিও এডিটিং এর কিছু সফটওয়্যার প্রয়োজন। বিয়ের ভিডিও এডিটিং সফটওয়্যার নিয়ে আলোচনা করা হবে এই লেখাটির মধ্যে।
বিয়ের ভিডিও এডিটিং করার সফটওয়্যার
বিয়ে প্রত্যেকটি মানুষের জীবনে একটি গুরুত্বপূর্ণ সময়, এজন্যই সবাই তাদের বিয়ের স্মৃতি গুলোকে ধরে রাখার জন্য ক্যামেরাবন্দি করে। বিয়ের সুন্দর মুহূর্ত গুলো ভিডিও করে ক্যামেরাবন্দী করার পরে আমাদের সেই ভিডিওগুলো কে সুন্দর ও প্রফেশনালভাবে এডিটিং করার প্রয়োজন পড়ে।
আমরা যদি ওই ভিডিওগুলো কে সুন্দর ভাবে এডিটিং না করি তাহলে আমাদের ভিডিওটি অসম্পূর্ণ থেকে যাবে, আর সুন্দরভাবে ভিডিওগুলো এডিটিং করার জন্য আমাদের প্রয়োজন ভিডিও এডিটর সফটওয়্যার। এই আর্টিকেলটিতে আমরা বিয়ের ভিডিও এডিটিং সফটওয়্যার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।
বর্তমানে মার্কেটে ভিডিও এডিটিং এর জন্য অনেক অনেক সফটওয়্যার পাওয়া যায় কিন্তু সব সফটওয়ারগুলো দিয়ে সুন্দর ও প্রফেশনাল ভাবে ভিডিও এডিটিং করা সম্ভব নয়, বিশেষ করে বিয়ের ওয়েডিং ভিডিওর ক্ষেত্রে আমাদের সব থেকে বেশি জরুরী হল বিয়ের ভিডিও এডিটিং করার জন্য সুন্দর একটি সফটওয়্যার।
কি সফটওয়্যার দিয়ে বিয়ের ভিডিও এডিট করা যায়
বর্তমানে মার্কেটে যে সফটওয়্যার গুলো পাওয়া যায় সব সফটওয়্যার দিয়ে আমরা বিয়ের ভিডিও এডিটিং করতে পারব না কিছু কিছু সফটওয়্যার আছে যেগুলো ব্যবহার করে আমরা একটি বিয়ের ভিডিও কে সুন্দর ভাবে এডিটিং এর মাধ্যমে উপস্থাপন করতে পারব। একটা ভিডিও কে সুন্দর ভাবে ফুটিয়ে তুলতে সুন্দর এডিটিং এর বিকল্প নেই।
তাই সর্বপ্রথম সুন্দরভাবে বিয়ের ভিডিও এডিটিং করার জন্য আমাদের একটি প্রফেশনাল ভিডিও এডিটিং সফটওয়্যার প্রয়োজন আমরা এই লেখাটিতে বিয়ের ভিডিও এডিটিং সেরা কয়টি সফটওয়্যার নিয়ে ঘাটাঘাটি করব। আশা করি এই সফটওয়্যার গুলো ব্যবহারের মাধ্যমে আপনারা খুব সুন্দর ভাবে বিয়ের ভিডিও গুলো এডিট করতে পারবেন।
বিয়ের ভিডিও এডিটিংয়ের সেরা সফটওয়্যার
বিয়ের ভিডিও এডিটিং করার ক্ষেত্রে আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ হল একটি সুন্দর ও প্রফেশনাল এডিটিং সফটওয়্যার। এই সফটওয়্যার দিয়ে আপনারা খুব সুন্দর ভাবে ভিডিওটিকে এডিটিং করে উপস্থাপন করতে পারবেন। চলুন জেনে নেয়া যাক বিয়ের ভিডিও এডিটিং এর সেরা কিছু সফটওয়্যার সম্পর্কেঃ
-
Adobe Premiere Pro
বর্তমানে এডিটিং জগতে Adobe Premiere Pro অন্যতম একটি সেরা নাম। এই সফটওয়্যারটির মাধ্যমে আপনারা খুব সুন্দরভাবে বিয়ের ভিডিও এডিটিং করতে পারবেন, সফটওয়্যার টি তে রয়েছে সুন্দরভাবে ভিডিও কালার গ্রেটিং এর সুযোগ। এছাড়াও ভিডিও এডিটিং এর সকল আকর্ষণীয় টুলস গুলো পাবেন Adobe Premiere Pro এই সফটওয়্যারটিতে।
এই সফটওয়্যারটির মাধ্যমে আপনারা চলচ্চিত্র ভিডিও এডিটিং, গ্রাফিক্স ভিডিও এডিটিং ইত্যাদি সকল ধরনের ভিডিও এডিটিং করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ টুলস গুলো পাবেন। বিয়ের ভিডিও এডিটিং করার ক্ষেত্রে Adobe Premiere Pro সফটওয়ারটি আপনারা ব্যবহার করতে পারেন।
-
VSDC
এই সফটওয়্যারটি আপনারা বিনামূল্যে ব্যবহার করতে পারবেন কিন্তু আপনারা অধিক পারফরম্যান্স চাইলে VSDC সফটওয়্যার টির প্র ভার্শন কিনতে পারেন। এই সফটওয়্যারটির ভিডিও এডিটিং জগতে অন্যতম একটি সেরা সফটওয়্যার এর অন্তর্ভুক্ত। VSDC সফটওয়্যারটির মাধ্যমে আপনারা খুব সুন্দর সুন্দর ভিডিও এডিটিং করতে পারবেন।
বিয়ের ভিডিও এডিটিং করার জন্য আপনারা VSDC সফটওয়্যারটির ব্যবহার করতে পারেন। এমনকি এই সফটওয়ারটিতে আপনারা ভিডিও এডিটিং এর সকল টুলস এর পাশাপাশি গ্রাফিক্স ভিডিও এডিটিং এর জন্য ক্রোমা কি টুলস পাবেন। তাই যারা সুন্দর ও প্রফেশনালভাবে বিয়ের ভিডিও এডিটিং করতে চাচ্ছেন আপনারা এই সফটওয়্যারটি ট্রাই করতে পারেন।
-
PowerDirector
যারা একেবারেই সহজ ভাবে ভিডিও এডিটিং করতে চাচ্ছেন তারা PowerDirector সফটওয়্যার টি দেখতে পারেন। এই সফটওয়্যার আপনারা সম্পূর্ন ফ্রিতে ব্যবহার করতে পারেন এরপরেও যদি কেউ প্র ভার্শন ব্যবহার করতে চান তাহলে অবশ্যই আপনাকে তাদের সাবস্ক্রিপশন কিনতে হবে। বিয়ের ভিডিও এডিটিং করার ক্ষেত্রে PowerDirector খুব সুবিধা একটি সফটওয়্যার।
PowerDirector সফটওয়্যারটি ব্যবহার করে আপনারা ভিডিওতে ভিজুয়াল ইফেক্ট, ভিডিও ব্যাকগ্রাউন্ড রিমুভ ,সাবজেক্ট রাইটিং , ভিডিও কাটিং, কালার বিল্ডিং সহ অনেক আকর্ষণীয় ভিডিও এডিটিং টুলস পাবেন। যেগুলো ব্যবহার করে আপনারা আপনাদের বিয়ের ভিডিও গুলোকে আরো সুন্দরভাবে এডিটিং এর কাজ করতে পারবেন।
-
Corel Video Studio
ভিডিও এডিটিং এর দুনিয়ায় Corel Video Studio এটি অন্যতম আরেকটি পরিচিত মুখ। এই সফটওয়্যারটি প্রথমে আপনারা ৩০ দিনের জন্য ফ্রিতে ব্যবহার করতে পারবেন কিন্তু পরবর্তীতে এই সফটওয়্যারটি ব্যবহার করার জন্য অবশ্যই আপনাকে সাবস্ক্রিপশন ক্রয় করতে হবে।
Corel Video Studio সফটওয়্যারটির মাধ্যমে আপনারা খুব সুন্দর ভাবে বিয়ের ভিডিও সহ যাবতীয় সব ধরনের ভিডিও গুলো এডিটিং করতে পারবেন। এছাড়া এই সফটওয়্যারটির মাধ্যমে আপনারা খুব সহজেই ভিডিও এডিটিং করতে পারবেন। তাই বিয়ে বাড়ির ভিডিও এডিটিং করার জন্য Corel Video Studio এই সফটওয়্যারটি ব্যবহার করতে পারেন।
-
FilmoraGo
এই সফটওয়্যারটি ব্যবহার করে আপনারা যে কোন ধরনের ভিডিওকে সুন্দরভাবে উপস্থাপন করতে পারবেন কিন্তু সফটওয়্যারটির মাধ্যমে বিশেষ করে বিয়ের ভিডিও বা টিউটোরিয়াল জাতীয় ভিডিও গুলো সুন্দর ভাবে এডিট করা সম্ভব। FilmoraGo এই সফটওয়্যারটির মাধ্যমে আপনারা ভিডিওতে খুব সুন্দরভাবে কালার গ্রেডিং করতে পারবেন।
একটি ভিডিওকে প্রফেশনালভাবে এডিটিং করার জন্য যে সকল টুলস এর প্রয়োজন সে সবগুলো টুলস আপনারা FilmoraGo সফটওয়্যারটিতে পাবেন এছাড়াও যারা এই সফটওয়্যারটির প্রো ভার্সন ব্যাবহার করবেন তারা আরো অনেক আধুনিক ভিডিও এডিটিং টুলস পাবেন।
-
Adobe After Effect
এডোবি কোম্পানির অন্যতম আরেকটি ভিডিও এডিটিং সফটওয়্যার এটি, বিশেষ করে যারা গ্রাফিক্স এর কাজ করেন বা ভিডিওতে কালার গ্রেটিং করেন তাদের জন্য খুবই জনপ্রিয় এই Adobe After Effect সফটওয়্যারটি। একটি ভিডিওকে ন্যাচারাল কালার করা থেকে শুরু করে ভিডিওটির যাবতীয় সকল এডিটিং কাজ আপনি এই সফটওয়্যারটির মাধ্যমে সম্পন্ন করতে পারবেন।
আরো পডুন: ইউটিউবে ভিডিও ভাইরাল করার উপায়
হাই আমি নাঈম নাফি, শখের বসে লেখালেখি শুরু। নিত্য নতুন প্রযুক্তিগত সমাধান জানার চেষ্টা করি এবং আপনাদের সাথে শেয়ার করি।বর্তমানে কাজ করছি ইউটিউব, ফ্রিল্যান্সিং আর বিগেইনার ব্লগার হিসেবে।