শাওমি সবচেয়ে কম দামি ফোন - Tricks Bro

শাওমি সবচেয়ে কম দামি ফোন

বর্তমানে মোবাইল বাজার এর সবথেকে জনপ্রিয় মোবাইল কোম্পানিগুলোর মধ্যে অন্যতম একটি কোম্পানি হলো শাওমি। আমরা যারা মোবাইল ফোন সম্পর্কে একটু ঘাটাঘাটি করি বা এ সম্পর্কে মোটামুটি জ্ঞান আছে তারা অবশ্যই শাওমির নাম শুনেছি। শাওমি সবচেয়ে কম দামি ফোন গুলো সম্পর্কে এই লেখাটিতে আমরা বিস্তারিত আলোচনা করব।

শাওমি ফোন গুলো কেমন হবে।

বর্তমান বাজারে শাওমি কোম্পানির বেশ সুনাম রয়েছে এবং তাদের মোবাইল ফোন গুলি খুব সুন্দর ও ভালো হয়ে থাকে।  শাওমি তাদের গ্রাহকদের জন্য নিত্যনূতন মডেলের মোবাইল ফোন নিয়ে আসে এবং এই সকল ফোনগুলোতে থাকে আকর্ষণীয় অনেক ফিচার যা গ্রাহকদের দৃষ্টি আকর্ষণ করে।

শাওমি ব্যবহারকারীদের কাছ থেকে রিভিউ নিলে বুঝা যায় বর্তমান বাজারে যতগুলো শ্রেষ্ঠ মোবাইল ফোন ব্র্যান্ড কোম্পানি আছে তার মধ্যে অন্যতম একটি শ্রেষ্ঠ কোম্পানি হলো শাওমি। পার্সোনালি আমার কাছ থেকে শাওমি ফোন গুলো অনেক ভালো লাগে।  এছাড়াও শাওমি ফোনের কয়েকটি মডেল আছে যেগুলো অনেক পরিচিত হয়েছে যেমনঃ Note 10-11 ইত্যাদি।

শাওমি ফোনের দাম কেমন 

শাওমি তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের ফোন বাজারে নিয়ে আসে।  একেবারে কম দাম থেকে শুরু করে অনেক দামি ফোন আছে শাওমির আপনার বাজেট অনুযায়ী আপনি শাওমি কোম্পানির ফোন গুলো নিতে পারবেন। আপনি যদি ১০,০০০ টাকার নিচে শাওমি কোম্পানির ফোন নিতে চান তাহলেও নিতে পারবেন।

 এবং আপনি যদি ৫০,০০০ টাকার উপরে শাওমি কোম্পানির ফোন নিতে চান তাহলেও নিতে পারবেন।  এক কথায় বলতে গেলে শাওমি কোম্পানি তাদের গ্রাহকদের জন্য গ্রাহকদের সুবিধার কথা চিন্তা করে বিভিন্ন দামের ফোন বাজারে নিয়ে আসে।

 আপনি যত বেশি দাম দিয়ে ফোনগুলো ক্রয় করবেন তত বেশি কনফিগার ও নতুন ফিচার পাবেন।  শাওমি সব থেকে কম দামি ফোন গুলো নিয়ে এই লেখাটিতে আলোচনা করা হবে। এক কথায় বলতে গেলে আপনি যত বেশি দাম দিয়ে ফোন ক্রয় করবেন সেই ফোনগুলো ততো বেশি ভালো হবে।

শাওমির সবচেয়ে কম দামি ফোন গুলো

অনেকে শাওমি ফোন ক্রয় করতে চান কিন্তু বাজেট কম থাকার কারণে ক্রয় করতে পারতেছেন না।  এই লেখাটিতে আমরা শাওমি কোম্পানির এমন কয়েকটি ফোন নিয়ে আলোচনা করব যেই ফোনগুলোর প্রাইস ১০,০০০  টাকার আশেপাশে যা আপনার সাধ্যের মধ্যে।

এবং শাওমি কোম্পানির এই কম দামি ফোন গুলোতে ও আপনারা অনেক সুন্দর ফিচার পেয়ে যাবেন। শাওমি তাদের গ্রাহকদের জন্য নিত্যনূতন ফোনের মডেল বের করে।  প্রথম অবস্থায় এই সকল ফোন গুলোর দাম অনেক বেশি থাকে কিন্তু নিত্য নূতন ফোন বের করার ফলে আস্তে আস্তে এগুলোর দাম কমে যায়।

শাওমি যেহেতু নিত্যনূতন ফোন নিয়ে আসে তাই তাদের পুরনো মডেল গুলো সাধারণ দোকানে বিক্রি করা বন্ধ করে দেয় কিন্তু অনেক বড় বড় দোকান আছে যাদের স্টকে এই সকল ফোনগুলো থাকে এবং আপনারা এগুলো চাইলে আনঅফিসিয়াল ফোনগুলো ক্রয় করতে পারেন।

আমরা কিছু ফোনের দাম যাচাই করে এবং আনঅফিসিয়াল মার্কেট থেকে সঠিক প্রাইস জেনে এই লেখাটিতে কয়েকটি শাওমি ফোনের পুরনো মডেল সম্পর্কে আলোচনা করবো যেগুলো খুব ভালো ফিচার প্রদান করবে এবং আপনার বাজেটের মধ্যে ভালো একটি ফোন পেয়ে যাবেন।

Redmi 6 Pro

এই ফোনটি একসময় অনেক জনপ্রিয় ছিল। কিন্তু নুতন নুতন ফোন বের হবার কারণে এর জনপ্রিয়তা অনেক কমে গেছে কিন্তু এর কনফিগারেশনে একটু ঘাটতি আসেনি। আপনি যদি শাওমি সবচেয়ে কম দামি ফোন ক্রয় করতে চান তাহলে এই ফোনটি দেখতে পারেন। শাওমির Redmi 6 Pro মডেলের এই ফোনটি MI A2 lite নামেও পরিচিত। চলুন সংক্ষিপ্ত আকারে এই ফোনটির ফিচার সম্পর্কে জেনে নেয়া যাক।

 

ModelRedmi 6 Pro
Display5.84 inches
SIMDual SIM
ProcessorQualcomm Snapdragon 625
OsAndroid  8.1
RAM & ROM3 & 32
Camera Font5 MP
Camera Back 12 MP
Battery Li-Po 4000 mAh Battery
Price 7,000 tk 

 

অল্প দামের মধ্যে শাওমি কোম্পানির এই ফোনটি দিচ্ছে খুব ভালো ফিচার। যারা অল্প দামের মধ্যে শাওমি কোম্পানির ফোন নিতে চাচ্ছেন তারা এই ফোনটি দেখতে পারেন। ফোনটির মূল্য মাত্র ৭০০০ টাকা, তবে বিভিন্ন সময় দাম বারা কমার কারণে এর কমবেশি হতে পারে।

Redmi 9A

১০,০০০ টাকা বাজেটের নিচে আরেকটি ফোন হল Redmi 9A, এই ফোনটিতে রয়েছে অনেক দারুন দারুন ফিচার যা আপনাদের মন কাড়বে। চলুন আমরা সর্বপ্রথম এই ফোনটির ফিচার সম্পর্কে জেনে আসি।

 

ModelRedmi 9A
Display6.53 inches
SIMDual SIM
ProcessorMediaTek Helio G25
OsAndroid 10
RAM & ROM3 & 32
Camera Font5 MP
Camera Back 13 MP
Battery Li-Po 5000 mAh Battery
Price 8,999 tk 

 

যারা গেম খেলার জন্য একটি শাওমি কোম্পানির ফোন নিতে চাচ্ছেন অল্প বাজেটে তাদের জন্য Redmi 9A এই ফোনটি।  ফোনটিতে পাবেন আপনারা বড় একটি ডিসপ্লে এবং ৫০০০ এম্পিয়ার এর ব্যাটারি। এবং সাথে থাকছে মিডিয়াটেক হেলিও এর প্রসেসর।

অল্প দামের মধ্যে শাওমি কোম্পানির এই ফোনটি দিচ্ছে খুব ভালো ফিচার। যারা অল্প দামের মধ্যে শাওমি কোম্পানির ফোন নিতে চাচ্ছেন তারা এই ফোনটি দেখতে পারেন। ফোনটির মূল্য মাত্র ৮,৯৯৯ টাকা, তবে বিভিন্ন সময় দাম বারা কমার কারণে এর কমবেশি হতে পারে। 

Mi 3

আপনি যদি শাওমি সবচেয়ে কম দামি ফোন ক্রয় করতে চান তাহলে এই ফোনটি দেখতে পারেন। অল্প দামের ভিতরে শাওমি কোম্পানির অন্যতম একটি জনপ্রিয় মোবাইল ফোন হল Mi 3 ফোনটি । চলুন সংক্ষিপ্ত আকারে এই ফোনটির ফিচার সম্পর্কে জেনে নেয়া যাক।

 

ModelMi 3
Display5 inches
SIMMini-SIM
ProcessorQualcomm Snapdragon 800
OsAndroid 4.3
RAM & ROM2 & 16
Camera Font2 MP
Camera Back 12 MP
Battery Li-Ion 3050 mAh
Price 3,000 tk 

 

অল্প দামের মধ্যে শাওমি কোম্পানির এই ফোনটি দিচ্ছে খুব ভালো ফিচার। যারা অল্প দামের মধ্যে শাওমি কোম্পানির ফোন নিতে চাচ্ছেন তারা এই ফোনটি দেখতে পারেন। এই ফোনটির মূল্য সব থেকে কম, ফোনটির মূল্য মাত্র ৩০০০ টাকা, তবে বিভিন্ন সময় দাম বারা কমার কারণে এর কমবেশি হতে পারে।

Redmi Go 

বর্তমান বাজারে  শাওমি কোম্পানির Redmi Go  মডেলের এই ফোনটি বেশ সুনাম অর্জন করেছে। ফোনটি আপনারা ৭০০০  টাকার মধ্যে পেয়ে যাবেন। আপনার যদি কম দামে শাওমি কোম্পানির ভালো একটি ফোন চান তাহলে Redmi Go  এই ফোনটি দেখতে পারেন, ফোনটিতে যা যা থাকছে-

 

ModelRedmi Go
Display5. inches
SIMDual Nano SIM
ProcessorQualcomm Snapdragon 425
OsAndroid Oreo v8.1
RAM & ROM1 & 8 -16
Camera Font5 MP
Camera Back 8 MP
Battery Lithium-ion 3000 mAh
Price 7,000 tk 

 

অল্প দামে শাওমির ভালো ফিচার ওয়ালা মোবাইল গুলোর মধ্যে এই মডেলটি অন্যতম। ফোনটির মূল্য মাত্র ৭,০০০ টাকা, তবে বিভিন্ন সময় দাম বারা কমার কারণে এর কমবেশি হতে পারে। এই মোবাইলটি থেকে আপনারা খুব সুন্দরভাবেই ছোটখাটো গেম এবং ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন। 

শাওমি সবচেয়ে কম দামি ফোন সম্পর্কে উপরে আমরা আলোচনা করেছি। বর্তমানে এই ফোনগুলো অফিশিয়াল ভাবে পাওয়া যাচ্ছে না তবে আপনারা ফোনের দোকানে খোঁজ নিয়ে দেখতে পারেন যদি না পান তাহলে আনঅফিসিয়াল দোকানগুলোতে খুঁজলেই পেয়ে যাবেন।

গুরুত্বপূর্ণ টিকা : বাংলাদেশি app দিয়ে টাকা ইনকাম

 

Sharing Is Caring:

Leave a Comment