উপায় একাউন্ট দেখার নিয়ম

উপায় একাউন্ট দেখার নিয়ম বাংলাদেশের মোবাইল ব্যাংকিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে “উপায়” অন্যতম । বর্তমানে বাংলাদেশে মোবাইল ব্যাংকিং খুব জনপ্রিয় হয়ে উঠেছে কারণ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আমরা খুব সহজে এক জায়গা থেকে অন্য জায়গায় টাকা আদান প্রদান করতে পারি ।  মোবাইল ব্যাংকিং জনপ্রিয় হওয়ার সাথে সাথে জনপ্রিয় হয়েছে কিছু মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানও এর মধ্যে উপায় অন্যতম । উপায় এর মাধ্যমে আমরা অনেক ধরনের সুযোগ-সুবিধা উপভোগ করতে পারি ।  নিম্নে উপায় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো । 

উপায় কি? 

উপায় হলো বাংলাদেশ মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম একটি  প্রতিষ্ঠান । উপায় একাউন্টের মাধ্যমে  আমরা খুব সহজে এক জায়গা থেকে অন্য জায়গায় টাকা পাঠাতে পারি এবং সকল ধরনের বিল পরিশোধ করতে পারি ।  উপায় একাউন্ট এর ক্যাশ আউট চার্জ মাত্র হাজারে ৮  টাকা । উপায় হলো বাংলাদেশ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এর একটি মোবাইল ব্যাংকিং সেবা । উপায় নামের আগে এই ব্যাংকিং সেবার টির নাম ছিল ক্যাশ  ইউ । উপায় তাদের গ্রাহকদের সুবিধার্থে উপায় অ্যাপ্লিকেশন এর ও ব্যবস্থা করেছেন ।  আমরা আমাদের হাতে থাকা  অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের মাধ্যমে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে উপায়ে ব্যবহার করতে পারি ।

উপায় একাউন্ট দেখার নিয়ম

বর্তমানে বাংলাদেশের জনপ্রিয় মোবাইল ব্যাংকিং সেবা প্রতিষ্ঠান গুলোর মধ্যে উপায় অন্যতম । উপায় অ্যাকাউন্ট ব্যবহার করে আমরা খুব সহজে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে টাকা লেনদেন করতে পারি সামান্য চার্জ এর মাধ্যমে । কিন্তু আমরা অনেকেই উপায় একাউন্ট দেখার নিয়ম সম্পর্কে জানিনা আজকের আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়লে কিভাবে উপায় একাউন্ট এর ব্যালেন্স দেখবেন এবং উপায় একাউন্ট থেকে আপনারা কি কি সুযোগ সুবিধা পেতে পারেন সে সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন । উপায় একাউন্ট আমরা সাধারণত দুই ভাবে দেখতে পারি  প্রথমটি হলো মোবাইলে ইউএসএসডি কোড ডায়াল এর মাধ্যমে  অন্যটি হলো মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে ।

উপায় একাউন্ট দেখার ইউএসএসডি কোড

আমরা অনেকেই বাটন ফোন ব্যবহার করে থাকি  বাটন ফোন ব্যবহারের ফলে আমরা আমাদের ফোনে উপায় অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে পারিনা । আমরা খুব সহজেই ফোন থেকে  উপায় এর  ইউ এস এস ডি কোড ডায়াল করে  উপায় এর সকল সুযোগ সুবিধা উপভোগ করতে পারি । উপায় এর ইউএসএসডি  কোড হল *268#  এই কোডটি ডায়াল করে আমরা আমাদের উপায় অ্যাকাউন্ট থেকে যাবতীয় সুযোগ সুবিধা উপভোগ করতে পারব । 

উপায় এর ইউএসএসডি  কোড হল *268#

 উপায় একাউন্ট এর ব্যালেন্স দেখার নিয়ম 

উপায় একাউন্ট এর ব্যালেন্স দেখার জন্য প্রথমে আপনার ফোনের ডায়াল অপশনে গিয়ে ডায়াল করুন *268# 

 

  • *268# ডায়াল করার পরে ওকে বাটনে ক্লিক করুন
  • এরপরে নতুন একটা পেইজে আসবে সেখান থেকে 7 নাম্বার স্থানে মাই উপায় নামক একটা অপশন দেখতে পাবেন এবং 7  প্রেস করে ওকে বাটনে ক্লিক করুন
  • তারপরে 1. চেক ব্যালেন্স নামক একটা অপশন দেখতে পাবেন । 1  প্রেস করে ওকে করুন
  • আপনার পিন নাম্বারটি সঠিকভাবে দিয়ে  ওকে করুন
  •  এখন আপনি আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স দেখতে পাবেন

এছাড়াও আপনি উপায় অ্যাপ্লিকেশন এর মাধ্যমে আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স দেখতে পারবেন ।

অ্যাপ্লিকেশন এর মাধ্যমে উপায় একাউন্ট দেখার নিয়ম

ফোন থেকে কোড ব্যবহার করে উপায় এর ব্যালেন্স দেখতে অনেক ঝামেলা পোহাতে হয় ।  আমরা খুব সহজে মোবাইলের একটি  অ্যাপ্লিকেশন এর মাধ্যমে আমাদের উপায় একাউন্টের ব্যালেন্স দেখতে পারি । সেজন্য আমাদের উপায় অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে ।  অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য

  • প্লে স্টোরে গিয়ে উপায় লিখে সার্চ করুন চলে আসবে ।
  •  প্রথমেই অ্যাপ্লিকেশনটি চলে আসবে সেখান থেকে ডাউনলোড করুন
  • অ্যাপ্লিকেশনটি আপনার ফোনে ইন্সটল করুন
  • ইনস্টল সম্পন্ন হল এই অ্যাপ্লিকেশনটি ওপেন করুন
  •  এরপরে আপনার অ্যাকাউন্ট নাম্বার  ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন  করুন 
  • আপনার নাম্বারে একটা ওটিপি কোড যাবে কোডটা বসিয়ে ওকে করুন 
  • এবার আপনি আপনার উপায় একাউন্ট এর সকল ফিচারস দেখতে পাবেন সেখান থেকে মাই   একাউন্ট  এর উপর ক্লিক করে ব্যালেন্স দেখতে পারবেন ।

উপায় একাউন্ট এর সুযোগ সুবিধা

বাংলাদেশের মোবাইল ব্যাংকিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম একটি জনপ্রিয় প্রতিষ্ঠান। উপায় একাউন্টের মাধ্যমে আমরা নানাবিধ সুযোগ সুবিধা পেয়ে  থাকি 

  •   ক্যাশ ইন
  •  ক্যাশ আউট (  হাজার কে ৮  টাকা  চার্জ  ) 
  • মোবাইল রিচার্জ
  • সকল ধরনের বিল পেমেন্ট
  •  সেন্ড মানি
  •  ডিজিটাল পেমেন্ট 
  • ট্রাফিক ফাইন 
  • ই-পর্চা সুবিধা
  •  ডোনেশন সুবিধা
  •  ভারতীয় ভিসা 
  • ইত্যাদি ।  এছাড়াও আমরা উপায় একাউন্ট এর মাধ্যমে অনেক ধরনের সুযোগ-সুবিধা পেতে পারি। 

উপায় একাউন্ট এর হেল্পলাইন

উপায় তাদের গ্রাহকদের  সুবিধার্থে 24 ঘণ্টা হেল্পলাইন ব্যবস্থা করেছেন ।  উপায় ব্যবহারে আমরা যদি কোন সমস্যার সম্মুখীন হই  তাহলে আমরা উপায় এর হেল্পলাইন এ কথা বলে  উপায় এর কাস্টমার কেয়ার প্রতিনিধি কর্তৃক পরামর্শ নিয়ে সেই সমস্যা সমাধান করতে পারব ।  এবং উপায় অ্যাপের মাধ্যমে আমরা কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে লাইভ চ্যাটের মাধ্যমে আমরা আমাদের সমস্যা সমাধান করে নিতে পারি ।

উপায় এর হেল্পলাইন নাম্বার : 16268

এই নাম্বারের মাধ্যমে আমরা উপায় কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে কথা বলতে পারব ।  আশা করি সম্পূর্ণ আর্টিকেল এর মাধ্যমে আপনারা উপায় সম্পর্কে পুরোপুরি ধারণা পেয়েছেন ।

আরো পড়তে পারেন : ইসলামী ব্যাংক স্টুডেন্ট একাউন্ট খোলার নিয়ম

Sharing Is Caring:

এই ওয়েবসাইটি মূলত প্রযুক্তির খবর, ব্যাংক ও বিমা, পড়াশোনা, টিপস এন্ড ট্রিকস, ভিসার খবর, স্বাস্থ্য টিপস ও অনলাইন ইনকাম সম্পর্কিত তথ্যের বিরাট একটি প্ল্যাটফর্ম।

Leave a Comment