ফেসবুক একাউন্ট ব্লু ভেরিফিকেশন এর সহজ নিয়ম ২০২৪

কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট বা পেজ ব্লু বেজ ভেরিফিকেশন করবেন ব্লু বেজ ভেরিফিকেশন এর উপকারিতা কি ?  ফেসবুক একাউন্ট  বা পেজ ব্লু বেজ ভেরিফিকেশন করার জন্য কি কি প্রয়োজন ।  এবং ফেসবুক পেজ বা একাউন্ট ব্লু বেজ ভেরিফিকেশন কেন করব। চলুন জেনে নেই ।

ফেসবুক ব্লু বেজ ভেরিফিকেশন কি ?

ফেসবুক একাউন্ট ব্লু ভেরিফিকেশন

উপরের ছবিটি ভালভাবে লক্ষ করুন দেখবেন সাকিব আল হাসানের ফেসবুক পেজ এর  নামের পাশে  ছোট করে নিল কালারের একটা টিক বেজ আছে এটা হলো ফেসবুক একাউন্ট  বা পেজ ব্লু বেজ ভেরিফিকেশন ব্লু বেজ ভেরিফিকেশন এর মাধ্যমে কোনটা অরজিনাল একাউন্ট বুজা যায় । 

 

ফেসবুক একাউন্ট বা পেজ ব্লু বেজ ভেরিফিকেশন এর উপকারিতা 

ফেসবুক একাউন্ট বা পেজ ব্লু বেজ ভেরিফিকেশন এর উপকারিতা অনেক ফেসবুক একাউন্ট বা পেজে ব্লু বেজ ভেরিফিকেশন থাকলে আপনার পেজ বা একাউন্ট টি ডিজেবল হওয়ার সম্ভাবনা থাকে না ফেসবুক একাউন্ট বা পেজে ব্লু বেজ ভেরিফিকেশন থাকলে আপনার পেজ বা একাউন্টটি সম্পূর্ন সুরক্ষিত থাকবে  

এবং আপনি অনেক সুন্দর সুন্দর ফিচারস ব্যাবহার করার সুযোগ পাবেন যা সাধারনত নরমাল ইউজাররা ব্যাবহার করার সুযোগ পান না  

ফেসবুক একাউন্ট  বা পেজ ব্লু বেজ ভেরিফিকেশন করার জন্য কি কি প্রয়োজন

ফেসবুক একাউন্ট  বা পেজ ব্লু বেজ ভেরিফিকেশন করতে হলে আপনাকে কিছু কাগজপত্র জমা দিতে হবে

  • পাসপোর্ট 
  • ড্রাইভিং লাইসেন্স 
  • জাতীয় পরিচয়পত্র 
  • জন্ম নিবন্ধন সনদ 

যদি প্রতিষ্ঠানের নামে ফেসবুক একাউন্ট  বা পেজ ব্লু বেজ ভেরিফিকেশন করতে চাই তাহলে যে সব কাগজপত্র থাকা দরকার

  • ট্যাক্স আইডি
  • সার্টিফিকেট অফ ফরমেশন 
  • ফোন বা ইউটিলিটি বিল সনদ 

বিঃ দ্রঃ আপনার বয়স অবশ্যই ১৮ বছরের বেশি হতে হবে  

 যে কারো আইডি অথবা পেজ ফেসবুক ভেরিফিকেশন করে দেয় না ভেরিফিকেশন পেতে হলে আপনাকে ফেসবুক এর কিছু নিয়ম কানুন মানতে হবে  

যে সব ফেসবুক আইডি বা পেজ ফেসবুক ব্লু বেজ ভেরিফিকেশন করে

 যে কারো আইডি অথবা পেজ ফেসবুক ভেরিফিকেশন করে দেয় না অবশ্যই আপনার আইডি বা পেজ এই সব ক্যাটাগরির হতে হবেঃ

  1. পাবলিক ফিগার 
  2. সেলিব্রিটি 
  3. গ্লোবাল ব্রান্ড 

 আপনার ফেসবুক আইডি বা পেজ ব্লু বেজ ভেরিফিকেশন করতে হলে উপরে উল্লিখিত ক্যাটাগরির মধ্যে হতে হবে।

ফেসবুক আইডি বা পেজ   ব্লু বেজ ভেরিফিকেশন করতে হলে আপনাকে ফেসবুকের যে সকল নিয়ম কানুন মানতে হবে

  • অবশ্যই অরজিনাল একাউন্ট হতে হবে
  •   একাউন্টি  যথেষ্ট ইউনিক হতে হবে
  •  অন্যের পোস্ট কপি করে আপনার টাইমলাইনে পাবলিশ করা যাবে না
  • অবশ্যই একটু বিজনেস রিলেটেড পোস্ট করার চেষ্টা করবেন ( ফেসবুক এই জাতীয় পোস্ট কে বেশি গুরুত্ব দেয়)
  •   আপনার  আইডি বা পেজটি  সম্পূর্ণ কমপ্লিট ভাবে কাস্টমাইজ করা থাকতে হবে
  •  আপনার প্রোফাইলটি এমনভাবে কাস্টমাইজ করতে হবে যে আপনার একাউন্ট দেখে বুঝা যায় এটা আপনার অরজিনাল একাউন্ট
  •  আপনার ফেসবুক আইডি বা  পেজে কিছু ফলোয়ার বাড়িয়ে নিতে হবে
  •  ভুলেও অটো ফলোয়ার এর কথা মাথায় আনা যাবে না ( প্রতিদিন আপনার টাইমলাইনে পোস্ট করলে এমনিতেই ফলোয়ার হয়ে যাবে)
  •  আপনার আইডিতে কোন ধরনের  ওয়ার্নিং বা কপিরাইট জাতীয় সমস্যা থাকা যাবেনা
  •  আইডিতে সকল তথ্য সঠিক দিতে হবে
  •  একাউন্টের যাবতীয় নিরাপত্তা নিশ্চিত করতে হবে
  •  টু স্টেপ ভেরিফিকেশন অন করতে হবে
  •  আপনার প্রোফাইলটি  ১০০% কাস্টমাইজ করা থাকতে হবে

 এ সকল নিয়ম কানুন মানতে পারলে ফেসবুক আপনাকে    ব্লু  বেজ ভেরিফিকেশন দিতে পারে । 

ফেসবুক একাউন্ট বা পেজ  ব্লু  বেজ ভেরিফিকেশন এর জন্য আবেদন করার নিয়ম

সকল তথ্য তো জানা হলো কিন্তু ফেসবুক আইডি বা পেজ  কিভাবে ব্লু বেজ ভেরিফিকেশন এর জন্য আবেদন করতে হয় তা জানা হলো না। চলুন জেনে নেয়া যাক কিভাবে ব্লু বেজ ভেরিফিকেশনের জন্য আবেদন করবেন 

  • প্রথমে আপনার ফেসবুক অ্যাকাউন্ট ক্রোম ব্রাউজার বা অন্য কোন ব্রাউজারে লগইন করুন
  •  তারপর  ফেসবুকের হেল্প সেন্টারে গিয়ে সার্চ বারে সার্চ করুন Facebook   Badge verification 
  •  সার্চ করার পরে How do i request a blue verification badge এইরকম একটা লেখা আসবে সেখানে ক্লিক করুন
  •  তারপরে একটা পেইজের মত আসবে   স্কল করে নিচের দিকে যান দেখবেন This form  নামে একটা অপশন আসবে এখানে ক্লিক করুন
  •  অবশ্যই আপনার ক্রোম ব্রাউজারে ডেক্সটপ মোড করে নিবেন
  •  এবার আপনাকে ফর্মটা পূরণ করতে হবে 

ফেসবুক একাউন্ট ব্লু ভেরিফিকেশন আবেদন ফরম পূরণ করার নিয়ম

What are you verifying : 

আপনি যদি আপনার ফেসবুক আইডি ব্লু বেজ ভেরিফিকেশন করতে চান তাহলে “Profile” সিলেক্ট করুন।

আর যদি ফেসবুক  পেজ ব্লু  বেজ ভেরিফিকেশন করতে চান তাহলে “Page” সিলেক্ট করুন । 

Document type:

এবার আপনার  উপরে উল্লেখিত যেকোনো সরকারি সনদ বা ডকুমেন্ট দিন ( তবে খেয়াল রাখবেন আপনার প্রোফাইল বা  পেজের  দেয়া তথ্যের সাথে উক্ত সনদের মিল থাকতে হবে )

Confirm notability:

আপনার ফেসবুক পেজ বা আইডিটি কোন ক্যাটাগরি সেটা সিলেক্ট করুন ।

Country / region: 

সনদ অনুযায়ী  সঠিক তথ্য দিন ।

Audience (Optional):

 এই বক্সে আপনার নিজের সম্পর্কে ও আপনার কাজের সম্পর্কে বিস্তারিত বর্ণনা করুন ।  আপনি যদি সেলিব্রিটি হন তাহলে যে ফরমেটে সেলিব্রিটি সে সম্পর্কে বর্ণনা করুন । কোন  তথ্য ভুল দেয়া যাবে না  এবং সবকিছু ইংরেজিতে  লিখতে হবে । 

Provide  your facebook profile link :

আপনি যে  ফেসবুক আইডি  বা  পেজটি  ভেরিফাই করতে চান  সেই একাউন্টের লিংক দিন   

Social media accounts links : 

এখানে আপনি পাঁচটা বক্স দেখতে পাবেন  আপনি চাইলে এখানে আপনার অন্যান্য সোশ্যাল মিডিয়া একাউন্টের লিংক দিতে পারেন ।  তবে এটা না দিলেও চলবে । 

সব কিছু লেখা হয়ে গেলে Send বাটনে ক্লিক করে আপনার ফরমটি জমা দিন ।

বিঃদ্রঃ  আপনার ফেসবুক অ্যাকাউন্ট বা পেজটি ব্লু বেজ  ভেরিফিকেশনের জন্য আবেদন করার আগে অবশ্যই আইডেন্টি কনফার্মেশন করে নিবেন । 

আপনার ফেসবুক একাউন্ট বা পেজটি ব্লু বেজ ভেরিফিকেশনের জন্য যোগ্য কিনা তা আপনাকে ১০-১৫ দিনের মধ্যে নোটিফিকেশন বার মেইলের মাধ্যমে জানিয়ে দিবে । 

আপনার ফেসবুক অ্যাকাউন্ট  যদি ব্লু বেজ ভেরিফিকেশন এর জন্য যোগ্য হয় তাহলে ফেসবুক আপনাকে ব্লু  বেজ ভেরিফিকেশন  দিবে । আর যদি না দেয় তাহলে আপনি ৩০  দিন পর আবারো এপ্লাই করতে পারবেন । 

আরো পড়ুন
কম্পিউটারে ফটো এডিটিং সফটওয়্যার

Sharing Is Caring:

এই ওয়েবসাইটি মূলত প্রযুক্তির খবর, ব্যাংক ও বিমা, পড়াশোনা, টিপস এন্ড ট্রিকস, ভিসার খবর, স্বাস্থ্য টিপস ও অনলাইন ইনকাম সম্পর্কিত তথ্যের বিরাট একটি প্ল্যাটফর্ম।

Leave a Comment